হবেনা উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা, তবে ফল প্রকাশ ৩১শে জুলাইয়ের মধ্যে: রাজ্য

করোনা পরিস্থিতির আবহে চূড়ান্ত পর্বের ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিএসই ও আইপিএই পরীক্ষা ইতিমধ্যেই বাতিলের ঘোষণা হয়ে গেছে। এবার শিক্ষামন্ত্রী উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি বাতিলের সিদ্ধান্ত জানালেন।
গত বৃহস্পতিবার সিবিএসই ও আইসিএসই বোর্ডের তরফে জানানো হয় তারা করোনা পরিস্থিতির জেরে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। পরেরদিন অর্থাৎ শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে সেই সিদ্ধান্ত সিলমোহর সহকারে পাশ করা হয়। পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায় তরফে জানা যায় তাঁরা ছাত্রছাত্রীদের স্বাহ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই বিকল্প পথ ভাবছিলেন তবে বর্তমানে করোনা পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেড়িয়ে যাচ্ছে, এই পরিস্থিতি ঠেকানো দ্রুত কোনোভাবেই সম্ভব নয় তাতে ক্ষতিগ্ৰস্ত হতে পারে শিক্ষার্থীরাই। এ প্রসঙ্গে ও আগামী দিনের সম্ভাব্য ফলপ্রকাশের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন “ছাত্রদের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে বলেছি ৩১ জুলাইয়ের মধ্যে যেন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়, সেটা দেখতে।’’

তবে কোনো শিক্ষার্থী যদি এই ব্যবস্থায় সন্তুষ্ট না হয় তার বিকল্প পথও বাতলে দেন শিক্ষামন্ত্রী খোদ, তিনি বলেন “সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সঙ্গতি রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী, শিক্ষা দফতর ২, ৬ এবং ৮ তারিখের পরীক্ষা বাতিল করল। যে পরীক্ষাগুলি হয়ে গিয়েছে, তার মধ্যে যে বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে পরীক্ষার্থী, সেই নম্বরের ভিত্তিতেই বাতিল পরীক্ষার নম্বর ধরা হবে। তবে মার্কশিট পাওয়ার পর ফলাফলের মূল্যায়নের ভিত্তিতে কোনও পরীক্ষার্থী যদি সন্তুষ্ট না হয়, তা সংসদকে লিখে জানাতে হবে। করোনা পরিস্থিতি বদলালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৈরি বিধি অনুযায়ী বাকি পরীক্ষা নেওয়া হবে।’’

