যেন যমের দুয়ারে কাটা! পর পর ২ বার করোনা জয় করে ঘরে ফিরলেন ১০২ বছরের বৃদ্ধা

মহানগরবার্তা ওয়েবডেস্ক: প্রায় বছর খানেক আগে চিনের উহান প্রদেশে প্রথম দেখা মিলেছিল করোনা ভাইরাসের। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্ব জুড়ে এই মারণ ভাইরাসের দাপট প্রাণ কেড়েছে বহু মানুষের। শুধু তাই নয়, মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দকেই এলোমেলো করে দিয়েছে করোনা ভাইরাস। কিন্তু ভাইরাসের প্রকোপে যখন ক্রমাগত মৃত্যু মিছিল জারি, তখনই পর পর দুবার করোনাকে জয় করলেন এক প্রৌঢ়া।
করোনা জয়ী এই প্রৌঢ়ার বয়স ১০২ বছর। ১৯১৮ সালে ভয়াবহ স্প্যানিশ ফ্লু-তে যখন ছেয়ে গিয়েছিল গোটা বিশ্ব, সে সময় জন্ম হয়েছিল অ্যাঞ্জেলিনা ফ্রিডম্যানের। ২০২০ সালের করোনা অতিমারীকেও পরাজিত করেছেন তিনি। পর পর দুবার।
সূত্রের খবর অনুযায়ী, ১৯১৮ সালের মহামারী চলাকালীন, অ্যাঞ্জেলিনা একটি যাত্রীবাহী জাহাজে জন্মগ্রহণ করেছিলেন। ইতালি থেকে নিউ ইয়র্ক সিটিতে যাচ্ছিল সেই জাহাজ। তাঁর মেয়ে জানিয়েছেন তাঁর জন্মদিন ১৯১৮-র ১৮ অক্টোবর।
অ্যাঞ্জেলিনার জন্মের পরপরই মারা যান তাঁর মা। ১১ ভাই বোনের সঙ্গে বাবার কাছে মানুষ হন তিনি। তাঁদের মধ্যে একমাত্র অ্যাঞ্জেলিনাই এখন বেঁচে আছেন।
পরে তিনি এবং তাঁর স্বামী দুজনেই আক্রান্ত হয়েছিলেন দূরারোগ্য ক্যান্সারে। স্বামী মারা গেলেও জীবন যুদ্ধে হার মানেননি অ্যাঞ্জেলিনা। ক্যান্সারের মতো রোগকেও জয় করেছেন তিনি।
চলতি বছরের মার্চ মাসে প্রথম বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অ্যাঞ্জেলিনা ফ্রিডম্যান। এক সপ্তাহ হাসপাতালে কাটিয়েছিলেন তিনি। তারপর ফিরে এসে আইসোলেশনে কাটান বৃদ্ধা। বারংবার কোটি টেস্টের পর অবশেষে এপ্রিল মাসে নেগেটিভ রিপোর্ট আসে তাঁর।
মাস ছয়েক পর অক্টোবরে ফের করোনা আক্রান্ত হন তিনি। জ্বর, শুকনো কাশি প্রভৃতি উপসর্গ নিয়ে আবারও আইসোলেশনে রাখা হয় ১০২-এর অ্যাঞ্জেলিনাকে। ১৭ নভেম্বর ফের তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। বাঁচার অদম্য ইচ্ছাই রোগের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগায় তাঁকে, জানিয়েছেন তাঁর মেয়ে।