মনীষ শুক্ল হত্যায় নয়া মোড়, পাঞ্জাব থেকে গ্রেফতার ৩ পেশাদার শার্প শ্যুটার

মহানগরবার্তা ওয়েবডেস্ক: মনীষ শুক্ল হত্যা মামলায় এবার নয় মোড়। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে পাঞ্জাব থেকে গ্রেফতার করা হল আরো দুই জনকে। ফলে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। প্রত্যেকেই পেশাদার শার্প শ্যুটার।সিআইডির তদন্তের ভিত্তিতে এই গ্রেফতার কার্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সূত্রের খবর, আজ শুক্রবার পাঞ্জাবের লুধিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে ওই দুই জনকে। সিআইডি সূত্রে জানা গেছে এই নিয়ে ধৃত মোট তিনজনই বিহারের ছাপরার বাসিন্দা এবং পেশাদার শার্প শ্যুটার অর্থাৎ বন্দুক চালনায় দক্ষ ও অভিজ্ঞ। কিছুদিন আগেই লুধিয়ানা থেকে একজনকে গ্রেফতার করেছিল সিআইডি। তাকে জেরা করে বাকি দু’ জনের হদিশ মেলে।
রাজ্য পুলিশের ক্রাইম ইনসপেক্সন ডিপার্টমেন্ট বা সিআইডি সূত্রে আরো জানা গেছে, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁরা জানতে পেরেছেন বিজেপি নেতা মনীষ শুক্লকে হত্যার জন্য মোট সাত জন শার্প শ্যুটার এসেছিল। সিআইডির দল দেশের নানা রাজ্যে এই শার্প শ্যুটারদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছিল। সেই তল্লাশির ভিত্তিতেই কয়েক দিন আগে এক শার্প শ্যুটারকে গ্রেফতার করে তারা। তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো দুজনকে আজ গ্রেফতার করা হল।
টিটাগড়ের বিজেপি নেতা মনীষ শুক্লকে খুন করার জন্য এই শার্প শ্যুটারদের ডাকা হয়েছিল বলে খবর। নির্ধারিত দিনের বেশ কয়েক দিন আগে থেকেই তারা ঘটনাস্থলে গিয়ে মনীষ শুক্লর উপর নজরদারি চালাচ্ছিল। অবশেষে সুযোগ পেয়ে তারা গুলি চালায়। অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে এই কাজ সারে তারা। আপাতত ধৃত তিনজনকেই ট্রানজিট রিমান্ডে এ রাজ্যে আনা হয়েছে। তাদের আদালতে পেশ করে সিআইডি হেফাজতে আনার আবেদন করা হবে। সেই সঙ্গে ঘটনার পিছনে আরও কেউ যুক্ত রয়েছে সেই বিষয় জানার চেষ্টা করছে সিআইডি আধিকারিকরা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তর ২৪ পরগণার টিটাগড়ের বিজেপি নেতা মনীষ শুক্লকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়। এরপরই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানায় বিজেপি নেতৃত্ব।