শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ… ভগৎ সিং-এর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

এদিন বিপ্লবী ভগত সিং -এর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানান দেশের প্রধান মন্ত্রী ও গৃহ মন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য নেতৃবৃন্দ । স্বাধীনতা সংগ্রামী এই মহান বিপ্লবীর ১১৩ তম জন্মদিনে ভগত সিং কে ‘ নির্ভীক ও সাহসিকতার প্রতীক” বলে প্রধান মন্ত্রী আখ্যা দেন । ভারত মাতার এই বীর সন্তান ১৯০৭ সালে ফায়সালাবাদ জেলায় জন্মগ্রহণ করেছিলেন যা বর্তমানে পাকিস্তানে।
मां भारती के वीर सपूत अमर शहीद भगत सिंह की जयंती पर उन्हें कोटि-कोटि नमन। वीरता और पराक्रम की उनकी गाथा देशवासियों को युगों-युगों तक प्रेरित करती रहेगी। pic.twitter.com/LMy2Mlpkol
— Narendra Modi (@narendramodi) September 28, 2020
২৭ শে আগস্ট রবিবার প্রধানমন্ত্রী তার ‘মান কি বাত ‘ অনুষ্ঠানের ৬৯তম পর্বে টুইটারে ৩ মনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন যেখানে ভিডিওর নেপথ্যে প্রধানমন্ত্রীর একটি ভয়েস ওভারও শোনা যায় । ১০১ বছর আগে ১৯১৯ খ্রিস্টাব্দে ব্রিটিস দের অত্যাচারের নিকৃষ্টতম উদাহরণ জালিয়ানাওয়ালাবাগ হত্যাকান্ড কিভাবে ১২ বছরের কিশোর ভগত সিং কে প্রভাবিত করেছিল এবং ওই কিশোর বয়সেই ভগত সিং ব্রিটিস শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেন ভিডিওতে এটি জানানোর পাশাপাশি এদিন প্রধান মন্ত্রী তাৎপর্যপূর্ন ভাবে প্রায় একই সময় ঘটা পাকিস্তানের বিরুদ্ধে অতীতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে আনেন । মোদী জি বলেন এই সার্জিক্যাল স্ট্রাইক ও ভারতবাসীর গর্ব বাড়িয়েছিল ।
প্রসঙ্গত একই দিনে কৃষক বিলের প্রতিবাদে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শহীদ ভগত সিং এর গ্রামের বাড়িতে অনশনে বসছেন ।