অমানবিক! সম্পত্তির লোভে ৯৯ বছরের মাকে বাড়ি থেকে তাড়াল ৪ ছেলে, রাত কাটল রাস্তায়

মহানগরবার্তা ওয়েবডেস্ক: নিজের সমস্ত সামর্থ্য দিয়ে ছেলেমেয়েদের বড় করে তোলেন বাবা মা। সন্তানের কল্যাণের জন্য ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতেও দ্বিধা করেন না। কিন্তু বড় করলেও সবাই ছেলেমেয়েদের ‘মানুষ’ করে তুলতে পারেন কি? হয়তো না। আর তার জেরেই বৃদ্ধ বয়সে তাঁদের কপালে জোটে অবহেলা, এমনকি অত্যাচারও!
চার-চারজন সুস্থ ছেলের জন্ম দিয়েছিলেন মধ্যপ্রদেশের বৃদ্ধা, আর তাই শেষ বয়সটা তাঁর কাটছিল রাস্তার ধারে, চূড়ান্ত অবহেলায়। নিজেদের ৯৯ বছরের বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল চার ছেলে। নিজের ‘অমানুষ’ সেই ছেলেদের বিরুদ্ধেই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি, আর তারপরেই সামনে এসেছে এই ঘটনা।
জানা গেছে, ওই বৃদ্ধা মধ্যপ্রদেশের ভোপালের অশোক নগর এলাকার বাসিন্দা। নিজের ছেলেদের বিরুদ্ধে তিনি ভোপাল জেলা আদালতে মামলা দায়ের করেছেন। শুধু তাই নয়, নিজের পরিচর্যার জন্য ছেলেদের কাছ থেকে মাসিক ১০ হাজার টাকাও দাবি করেছেন তিনি। যতদিন বাঁচবেন সম্মানের সঙ্গেই বাঁচতে চান, আদালতে গিয়ে জানিয়েছেন বৃদ্ধা।
তিনি বলেছেন, তাঁর মোট ৬ জন ছেলে ছিল। তাঁদের মধ্যে একজন বেঁচে নেই, আর একজন বিশেষ ভাবে সক্ষম। বাকি চার ছেলের ২ জন চাষ করে, আর ২ জন করে সরকারি চাকরি। কিন্তু ২০০১ সালে স্বামী মারা যাওয়ার পর থেকেই তাঁর উপর অত্যাচার শুরু করে তাঁর ছেলেরা, এমনটাই অভিযোগ করেছেন তিনি।
“আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার ৪ ছেলের নজর পড়ে আমাদের সম্পত্তির উপর। আমার উপর অকথ্য অত্যাচার চালিয়েছে ওরা। আমাকে খেতেও দিত না। গত কয়েক বছর ধরে আমি শারিরীক এবং মানসিক ভাবে অত্যাচারিত হয়েছি”, বলেন বৃদ্ধা। মাস দুয়েক আগে তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাঁর ছেলেরা, জানিয়েছেন তিনি। এরপর ২ দিন ১ রাত খোলা আকাশের নীচে কেটেছিল তাঁর। পরে বিশেষ ভাবে সক্ষম ছেলে তাঁকে আশ্রয় দেয়। এরপরই ৪ ছেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবেন ৯৯ বছরের বৃদ্ধা। যদিও অভিযুক্ত ৪ ছেলে বৃদ্ধার অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে। তাঁদের দাবি তাঁদের মা মানসিক অসুস্থতায় ভুগছেন এবং নিজের ইচ্ছেতেই রাস্তায় বেরিয়ে গিয়েছিলেন।