“তোলাবাজি প্রমাণ হলে ফাঁসির মঞ্চে প্রাণ দেবো”, শুভেন্দুকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মহানগরবার্তা ওয়েবডেস্ক: একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক বাদানুবাদে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার পরিস্থিতি। একদিকে যেমন লোকসভা নির্বাচনের সাফল্যকে হাতিয়ার করে মসনদ দখলের লড়াইয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, অন্যদিকে তেমনই ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। এমতাবস্থায় ডায়মন্ড হারবারের সভা থেকে বিজেপিকে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগে সোচ্চার হয়েছিলেন বিজেপি নেতৃবৃন্দ। এদিন দলীয় সভা থেকে তারই যোগ্য জবাব দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভাইপো তোলাবাজিতে যুক্ত, একথা প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চে আমি প্রাণ বিসর্জন দেব।” মূলত সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করেই একথা বলেন তিনি।
প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা এবং পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ নিয়ে এদিন একাধিক কটাক্ষ করতে ছাড়েন নি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এখন অনেকে পাল্টিবাজি করে বিজেপিতে যোগ দিয়েছে। এখন নেতা কম পড়েছে, তাই তৃণমূল থেকে নেতা ভাঙিয়ে নিয়ে গিয়ে আক্রমণ করতে হচ্ছে।”
সারদা এবং নারদা কান্ডের প্রসঙ্গ টেনেও শুভেন্দু অধিকারীকে এক হাত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। “আমার পিছনে সারদাও নেই নারদাও নেই। যা ক্ষমতা আছে করে দেখাও। ইডি সিবিআইয়ের ভয়ে মেরুদণ্ড বিক্রি করে বিজেপিতে তোমরা যাচ্ছ আর বলছ তোলাবাজ ভাইপো হঠাও”, বলেন তিনি।
এদিনের সভা থেকে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকেও নাম করে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কৈলাশ বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় ব্যাট দিয়ে পুরসভার আধিকারিকদের মেরেছিল। ও একজন গুন্ডা। কৈলাশ বিজয়বর্গীয় একজন গুন্ডা। দিলীপ ঘোষ একজন গুন্ডা। আমি নাম করে বলছি, ক্ষমতা থাকলে আটকান।”
প্রসঙ্গত উল্লেখ্য, গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন তাঁর নিশানায়। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান তাঁর বিরুদ্ধে কোনো তোলাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি নিজেই ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যু বরণ করবেন।