সন্তানের উপস্থিতিতেই তৃতীয় বার বিয়ে সারলেন অভিনেত্রী পূজা

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ বিয়ের পর আবার বিয়ে। তবে দ্বিতীয় নয় এই নিয়ে তৃতীয় বার বিয়ের আসরে বসলেন বলা চলে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। স্বামী কুনাল বর্মা। গত মঙ্গলবার গোয়াতে আনুষ্ঠানিক ভাবে নিজেদের বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান সেরেছেন তাঁরা। আমন্ত্রিত ছিলেন ঘনিষ্ঠরাও। বিয়ে শেষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করে পূজা লেখেন, ‘নতুন করে বিয়ে করলাম। আবার। কুণাল বর্মা পতিদেব।’
প্রশ্ন এটাই যে, আবার বিয়ে কেন? কেন না নেটমাধ্যমের ছবির দৌলতে সবার জানা গত বছর দশেক ধরেই একসঙ্গে থাকেন পূজা এবং কুণাল। দু’জনের এক বছরের একটি সন্তানও আছে। নাম কৃষিভ। আগের বছরই দুজনের আইনি মতে বিবাহ হয়ে গেছে বলেই সকলের জানা। কিন্তু অতিমারির বিধি নিষেধাজ্ঞার জন্যই সামাজিক অনুষ্ঠান করে ওঠা হয়নি। মঙ্গলবার অনুষ্ঠান সমারোহে বিয়ের ইতিবৃত্ত সম্পন্ন করলেন দুজন।
প্রসঙ্গত, পূজা ভারতীয় টেলি অভিনেত্রী। আবার বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন। তাঁর দ্বিতীয় এবং তৃতীয় বিয়ের পাত্র কুণালও পেশাদার অভিনেতা। হিন্দি ধারাবাহিক ‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সাজনা’-য় একসঙ্গে কাজ করেছেন দু’জন।