এবার মাদককান্ডে বড়ো তথ্য সামনে আনলেন দীপিকা, রাকুলসহ ইন্ডাস্ট্রির অনেকেই

মহানগর বার্তা সংস্থা: বেআইনি মাদক সেবন দূরের কথা, তাঁরা কখনো সাধারণ সিগারেটও খান না, এনসিবির জেরার মুখে এমনটাই নাকি দাবি করেছেন দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রাকুল প্রীতেরা। এনসিবি আধিকারিকের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, তাঁদের দপ্তরে হাজিরা দেওয়া নায়িকারা সকলেই একই দাবি করেছেন। তাঁরা বলেছেন, কোনোরকম ধূমপানই তাঁরা করেন না।
বস্তুত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ড্রাগ চক্রের তদন্তে এক নতুন মাত্রা যোগ করেছে। অভিনেতার আকস্মিক মৃত্যুর পর তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে ড্রাগ চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। এরপরই এই ড্রাগ মামলায় একের পর এক উঠে আসতে থাকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের নাম।
নারকোটিক কন্ট্রোল ব্যুরো থেকে প্রত্যেককেই হাজিরার জন্য শমন জারি করা হয়। অল্প কিছুদিন আগেই নিজের ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে ড্রাগ সংক্রান্ত চ্যাটে নাম উঠলে শমন অনুযায়ী এনসিবির দপ্তরে হাজির হন দীপিকা পাডুকোন। শুধু দীপিকাই নয়, ড্রাগ সংক্রান্ত উক্ত চ্যাটের সূত্রেই এনসিবি দপ্তরে হাজিরা দিতে হয় রাকুল প্রীত, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানের মতো তাবড় বলিউড অভিনেত্রীদের। দীর্ঘক্ষণ জেরার পর ছাড়া পান তাঁরা।
এনসিবি জানায়, প্রত্যেকেই নিজেদের উপর আসা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, এবং জানিয়েছেন, তাঁরা সুশান্তের ড্রাগ নেওয়ার বিষয়ে কোনোরকম তথ্য জানেন না। রাকুল প্রীতের চ্যাটে অবশ্য ‘ডুব’-এর উল্লেখ ছিল। সে সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন তা ‘হাতে মোড়া সিগারেট’, ড্রাগ নয়। অভিনেত্রীদের মোবাইল ফোন কিছু সময়ের জন্য বাজেয়াপ্ত করা হয়েছিল বলে জানা যাচ্ছে। যদিও, তা কিছুক্ষণের মধ্যেই ফিরিয়ে দেওয়া হয় বলে জানান এনসিবি অফিসার।