

মহানগরবার্তা ওয়েবডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের আগে নানা বিষয়কে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এক দিকে যেমন গত লোকসভা নির্বাচনের সাফল্যকে হাতিয়ার করে মসনদ দখলের লড়াইয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, অন্যদিকে তেমনই ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। পিছিয়ে নেই বাম-কংগ্রেস জোটও। এমতাবস্থায় নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে তৈরী হয়েছে আলোড়ন।
লাভ জিহাদ প্রসঙ্গে অমর্ত্য সেনের মন্তব্যের জেরে দিলীপ ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা সমালোচনায় সরব হয়েছিলেন। সেই সূত্রেই এবার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শুধু তাই নয়, সেই সঙ্গে বাংলায় ‘বহিরাগত’ বিজেপি যে আদতে বাঙালি ঐতিহ্য সংস্কৃতির বিরুদ্ধে, আরো একবার সেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকে ‘জমিচোর’ বলে আক্রমণ করছেন দিলীপ ঘোষ। তার পরিপ্রেক্ষিতেই নাম না করে দিলীপের বিরুদ্ধে এ বার প্রতিবাদে সরব হয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার এক লিখিত বিবৃতির মাধ্যমে তিনি বলেন, “অমর্ত্য সেন ‘জমিচোর’ !!! বাঙালি কবে মানুষ হবে? পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার জয় করে বাঙালিকে যিনি বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করলেন, গর্বিত করলেন ― তাঁকে বাংলার মাটি থেকে ‘জমিচোর’ আখ্যা পেতে হয়!”
এখানেই শেষ নয়, অমর্ত্য সেনের প্রতিভার বর্ণনা দিয়ে তিনি আরো লিখেছেন, “অমর্ত্য যে কাগজগুলো আবর্জনায় ফেলে দেন সেগুলোও যদি আমরা ভালো করে পড়ি আর লিখি, তাতে একটা পিএইচডি ডিগ্রি পাওয়া যেতে পারে। জগৎ বিখ্যাত এক বাংলার অলংকার তাঁকে অপমান করে কোন বাংলাকে সোনা দিয়ে মুড়ে ফেলবো?’’
উল্লেখ্য, কিছুদিন আগেই অমর্ত্য সেনকে উদ্দেশ্যে করে দিলীপ ঘোষ বলেছিলেন “জমিচোরকে কি নোবেল দেওয়া হয়েছে।” সেই সঙ্গে তিনি আরো বলেন, অমর্ত্য সেন দেশকে কিছুই দেন নি। উল্টে দেশ তাঁকে অনেক কিছু দিয়েছে।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের অপমানের প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলগুলিও। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন। কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী বলেছেন, “অমর্ত্যকে অসম্মান করার জন্য আমি শুধু নিন্দা করছি না, ঘৃণা ভরে প্রতিবাদ জানাচ্ছি।”

