
মহানগরবার্তা ওয়েবডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের পালা মিটতেই কার্যত বাংলায় বেজে গেছে ভোটের দামামা। রাজ্যের কুরশিকে পাখির চোখ করে উৎসবের মরশুম শেষে এবার প্রচারে ঝাঁপিয়েছে রাজনৈতিক দল গুলো। বাংলা দখলের প্রস্তুতিতে পিছিয়ে নেই বিজেপিও। করোনা আবহে রাজ্যের সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়ায় নির্বাচনী প্রচার, প্রস্তুতিতে জোর দিয়েছে ভারতীয় জনতা পার্টি।
নির্বাচনী বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। রাজ্যে পা দিয়েই এদিন তাঁর গলায় শোনা গেল বাংলা নিয়ে আত্মবিশ্বাসের সুর। ভাইফোঁটার সন্ধ্যায় রাজ্যে এসে এয়ারপোর্ট থেকে তাঁর বার্তা, “২০২১-এর ভোট বাংলার গৌরবকে পুনঃস্থাপিত করার ভোট। বাংলার জনতা ঠিক করে নিয়েছে দু’শোর বেশি আসনে এখানে বিজেপিকে জেতাবে।”
মূলত কিছুদিন আগেই বাংলায় এসে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে একুশ দফা কৌশল ঠিক করে দিয়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , তা কার্যকর করতেই আজ থেকে মাঠে নামছে রাজ্যের গেরুয়া শিবির। মঙ্গলবারের বৈঠকে বিজেপির সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্যের সঙ্গে উপস্থিত থাকছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ, দলের রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য, অমিত মালব্য বর্তমানে রাজ্যে দলের সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন। সূত্রের খবর, রাজ্য বিজেপির আইটি সেলের সঙ্গেও আজ একদফা বৈঠক সেরে নিতে পারেন মালব্য।
অমিত মালব্যের রাজ্যে বিজেপিতে আগমন নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি দিলীপ ঘোষের গলাতেও শোনা গেছে প্রত্যয়ের সুর। তিনি বলেছেন, অমিত মালব্য আসায় বাংলায় দলের আইটি সেল আরও শক্তিশালী হবে। বিজেপি বাংলায় জিতবে। তাই ওয়ার্ক ফোর্স আরও বাড়ানো হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের সাফল্য আগামী বছরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়েও আশাবাদী করেছে গেরুয়া শিবিরকে। তাই নতুন উদ্যমে বাংলা দখলে ঝাঁপিয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা।আর বিজেপির রণকৌশলের একটা বড় লক্ষ্য যে সোশ্যাল মিডিয়া,অমিত মালব্যকে রাজ্যে দায়িত্বভার দেওয়ার সিদ্ধান্তই তা প্রমাণ করেছে।