কাল রাজ্যে আসছেন অমিত শাহ, বাংলার দক্ষিণেশ্বর মন্দিরেও পা রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী


মহানগর বার্তা ওয়েবডেস্কঃ বিহারে দ্বিতীয় দফা নির্বাচন চলছে। পশ্চিমবঙ্গেও বেজে গেছে একুশের ভোটের দামামা। লোকসভা ভোটে বাংলায় আসন বৃদ্ধির পর একুশে সরকার গড়ার লক্ষ্যে বিজেপি। এমত অবস্থায় দলের কর্মীদের চাঙ্গা করতে এবং সংগঠনকে মজবুত করতে কাল রাজ্যে আসছেন অমিত শাহ। তাঁর জন্য প্রস্তুত কর্মসূচীও।
সূত্রের খবর রাজারহাটের একটি হোটেলে থাকবেন অমিত শাহ। লাগাতার এক একটি কর্মসূচি সফল করার লক্ষ্য নিয়েই বাংলায় আসছেন তিনি। বৃহস্পতিবার চপারে চেপে কলকাতা ছেড়ে বাঁকুড়ায় যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে রবীন্দ্র ভবনে সংগঠনিক বৈঠক এবং দলীয় কর্মসূচি সারবেন। ফের উড়ে যাবেন কলকাতার দিকে।
৬ তারিখ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন অমিত শাহ। এরপর পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে যাওয়ার কথা তাঁর। একটি উদ্বাস্তু পরিবারের বাড়িতে গিয়ে খাওয়াদাওয়া করারও কথা রয়েছে অমিত শাহর।
শেষদিন অর্থাৎ শুক্রবার সল্টলেকের ইজেডসিসি-তে দলীয় কর্মসূচিতে যোগদান করবেন তিনি। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বা পরে দেখা করবেন সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের সঙ্গে। সব কর্মসূচি শেষ করে ওইদিন রাতেই দিল্লি উড়ে যাবেন মোদির সেনাপতি।

