সমবায় ব্যাঙ্কের মোটা টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার অর্জুন সিংহের ভাইপো

মহানগরবার্তা ওয়েবডেস্ক: ফের দুর্নীতি কান্ডে নাম জড়াল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংহের। ব্যাঙ্ক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল তাঁর ভাইপো সঞ্জিত সিংহকে। ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সঞ্জিত সিংহকে। জানা গেছে, তাঁর বিরুদ্ধে প্রায় ১২ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বেশ কয়েকবার তাঁকে জিজ্ঞাসাবাদের পরেও কোনো সদুত্তর না মেলায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে সূত্রের খবর।
জানা গেছে, সমবায় ব্যাংকে টাকা তছরুপের অভিযোগে ধৃত ওই সঞ্জিত সিংহ ওরফে পাপ্পু বিজেপি সাংসদ অর্জুন সিংহের ভাইপো। ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার তাঁকে ডেকে পাঠানো হয়েছিল ব্যারাকপুর কমিশনারেটের ডিডি অফিসে। গতকাল সেখানে হাজিরা দেন সঞ্জিত সিংহ। কিন্তু জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর না মেলায় পুলিশ তাঁকে গ্রেফতার করে।
শুধু তাই নয়, সূত্রের খবরে জানা গেছে, ভাটপাড়া পুরসভার করা একটি মামলার ভিত্তিতে গতকাল ব্যারাকপুর কমিশনারেটের অফিসে হাজিরা দেন অর্জুন সিংহের পরিবারের আরো কিছু সদস্য।অর্জুন সিংহের পুত্র পবন সিংহ ছাড়াও বিজেপি সাংসদের আর এক ভাইপো সৌরভ-সহ আর এক আত্মীয়ের নামও এই তালিকায় আছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের কথা জানা যায় নি। কিন্তু গ্রেফতার করা হয়েছে সঞ্জিত সিংহকে।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপি নেতা অর্জুন সিংহের ঘনিষ্ঠ সহকর্মী মনীষ শুক্লকে খুন করা হয়েছিল। প্রকাশ্য রাস্তায় একাধিক বার গুলি করে তাঁকে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। ঘটনায় বিজেপির অভিযোগের আঙুল ছিল তৃণমূল কংগ্রেসের দিকে।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ অর্জুন সিংহের অন্দরে। ভাইপোর গ্রেফতারের বিষয়ে অবশ্য এখনও মুখ খোলেননি তিনি।