অবশেষে মুক্ত অর্ণব, জামিন আটকানোয় সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে মুম্বাই হাইকোর্ট

মহানগরবার্তা ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জামিন পেলেন অর্ণব গোস্বামী। রিপাবলিক টিভির কর্ণধার এবং অন্যতম প্রধান সঞ্চালক অর্ণব গোস্বামী গত কয়েকদিন ধরে একাধিকবার জামিনের জন্য আবেদন করছিলেন।কিন্তু কিছুতেই তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হচ্ছিল না আদালতের তরফে। অবশেষে এদিন সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অর্ণব গোস্বামী।
বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দিরা ব্যানার্জীর দুই সদস্য বিশিষ্ট ডিভিশন বেঞ্চ অর্ণব গোস্বামীর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেছেন বলে জানা গেছে সূত্রের খবরে। শুধু তাই নয়, জনপ্রিয় সাংবাদিক এবং রিপাবলিক টিভির সঞ্চালক অর্ণব গোস্বামীর গ্রেফতারির প্রসঙ্গে এদিন মহারাষ্ট্র সরকারের কড়া সমালোচনা করেছে শীর্ষ আদালত। অর্ণব গোস্বামী ছাড়াও এই মামলাও গ্রেফতার হওয়া আরো দু-জনকেও অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অবশ্য জানা গেছে, সেই সঙ্গে পঞ্চাশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডও দিতে হবে অভিযুক্তদের।
এদিন আদালতে বিচারপতি চন্দ্রচূড় বলেন, “সংবিধানের মাধ্যমে আদালত যদি হস্তক্ষেপ না করে, তাহলে নিঃসন্দেহে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে।” অর্ণব গোস্বামীর জামিন মঞ্জুর না করার কোনো কারণ এদিন খুঁজে পায় নি সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে মহারাষ্ট্র সরকার এবং মুম্বাই পুলিশকেও আদালতের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আদালত বলেছে, ” যদি রাজ্য সরকার এভাবে ব্যক্তি বিশেষকে টার্গেট করে, তাহলে তাঁদের মনে রাখতে হবে সাধারণ মানুষের স্বাধীনতা বজায় রাখার জন্য একটা আদালত দেশে রয়েছে। এ বিষয়ে হাইকোর্টেও আমরা বার্তা পাঠাতে চাই।”
প্রসঙ্গত উল্লেখ্য,দুবছর আগে ২০১৮ সালে এক ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নাইক এবং তাঁর মায়ের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গত ৪ঠা নভেম্বর বাড়ি থেকে গ্রেফতার করা হয় অর্ণব গোস্বামীকে। ওই ব্যক্তির সুইসাইড নোটে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ছিল বলে জানা গেছে। এর আগে অন্তর্বর্তীকালীন জামিনের জন্য অর্ণব গোস্বামী আবেদন করেছিলেন আলিবাগ আদালত এবং মুম্বাই হাইকোর্টে। কিন্তু তাঁর আবেদন নাকচ করা হয়। তারপর জামিনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তিনি।