মাত্র ২১ বছরেই বাজিমাত! দেশের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে নজির গড়ছেন আর্য রাজেন্দ্রন

মহানগরবার্তা ওয়েবডেস্ক: একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক বাদানুবাদে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার পরিস্থিতি। একদিকে যেমন লোকসভা নির্বাচনের সাফল্যকে হাতিয়ার করে মসনদ দখলের লড়াইয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, অন্যদিকে তেমনই ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। পিছিয়ে নেই বাম-কংগ্রেস জোটও। রাজ্যে ভোট পূর্ববর্তী এই পরিস্থিতির মাঝে সামনে এল কেরালার বাম সরকারের এক নজির।
সদ্য সম্পন্ন হয়েছে কেরালার কর্পোরেশন ভোট। আর সেই ভোটে জয়ী হয়ে এবার দেশের সবচেয়ে কনিষ্ঠ মেয়র হিসেবে দায়িত্ব পেতে চলেছেন আর্য রাজেন্দ্রন। ২১ বছরের আর্য কেরালার সিপিআইএম-এর ছাত্র সংগঠন SFI নেত্রী। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত কেরালা তথা ভারতের বাম নেতৃত্ব।
আর্য রাজেন্দ্রনের সাফল্যের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ্যের বর্ষীয়ান সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। নিজের ফেসবুক পেজ থেকে তিনি লিখেছেন, “এই মেয়েটি একটি নজির গড়তে চলেছে। ভারতের সবথেকে কমবয়সী মেয়র হতে চলেছে আর্য।” মাত্র ২১ বছর বয়সে কেরালার রাজধানী শহর তিরুবনন্তপুরম কর্পোরেশনের মেয়র হতে চলেছেন আর্য রাজেন্দ্রন, জানা গেছে তেমনটাই।
https://www.facebook.com/367773183364110/posts/1877287302412683/?app=fbl
জানা গেছে, আর্য রাজেন্দ্রন কেরালার তিরুবনন্তপুরমের একটি কলেজে গণিতে অনার্স নিয়ে পড়াশোনা করেছেন। সিপিআইএম-এর পক্ষ থেকে তিনি সদ্য অনুষ্ঠিত কর্পোরেশন নির্বাচনে জয় লাভ করেছেন। ফলে তাঁকেই মেয়র হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কেরালার বাম সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় বাম সরকারের প্রত্যাবর্তনের ক্ষেত্রে অন্যতম বাঁধা হিসেবে কেউ কেউ আঙুল তোলেন নেতাদের বয়সের দিকে। তাঁদের মতে বাম দলগুলির নেতৃস্থানীয়দের মধ্যে তরুণদের অভাব চোখে পড়ার মতো। আর তাকেই বাম সাফল্যের পথে অন্যতম কাঁটা হিসেবে দেখেন অনেকেই। এদিন সিপিআইএম নেতা এবং রাজ্যের প্রাক্তন লোকসভা সাংসদ মহম্মদ সেলিম ফেসবুক পোস্টে যেন সেই অভিযোগের বিরুদ্ধেও বার্তা দিলেন। সেই সঙ্গে বাংলায় বাম সরকারই বিকল্প, একাধিক মন্তব্যে বারবার জানিয়েছেন তিনি।