মন্দিরের আশেপাশে গোমাংস বিক্রি নয়, নতুন আইন আসতে পারে অসমে

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গোমাংস এবং গোমাংসজাত কোনো পণ্য কেনাবেচা করা যাবেনা। এই প্রস্তাবের স্বপক্ষে এবার বিল পেশ করা হলো অসম বিধানসভায়। গো-সুরক্ষার উপর জোর দিতেই এই বিল কার্যকর করতে চাওয়া হচ্ছে। বিলের বলা হয়েছে মন্দির চত্বরের ৫ কিলোমিটারর মধ্যে গোমাংস এবং গোমাংসজাত পণ্য কেনাবেচা নিষিদ্ধ করতে হবে। শুধু তাই নয়, হিন্দু, জৈন, শিখ এবং গোমাংস না খাওয়া সম্প্রদায়ের বাস যে এলাকায়, সেখানেও এই নিষেধাজ্ঞা চালুর প্রস্তাব রয়েছে ওই বিলে।
সোমবার বিধানসভায় এই বিলটি পেশ করেন স্বয়ং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাতে গোহত্যা, গোমাংস ভক্ষণ এবং বেআইনি ভাবে গরু পাচারে লাগাম টানার কথা বলা হয়েছে। গো-হত্যা নিয়ে বিভিন্ন রাজ্যে একাধিক আইন থাকলেও, গো-মাংস বিক্রি নিয়ে এরকম নির্দেশিকা এই প্রথম।
তবে, এই বিলটি নিয়ে প্রশ্ন তুলেছেন এল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলামও। তাঁর বক্তব্য, ‘‘গো-সুরক্ষায় এই বিল আনা হয়নি। মুসলমানদের আবেগে আঘাত করাই বিলটির লক্ষ্য, যাতে আরও বিভাজন তৈরি হয়। আমরা এই বিলের বিরোধিতা করছি। সংশোধন করতে আর্জি জানাব।’