
মহানগর বার্তা ওয়েবডেস্কঃ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পরে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন নিষ্ক্রিয় ছিলেন বাবুল সুপ্রিয়। আগে যেমন টুইটারে, ফেসবুকে নিয়মিত মন্তব্য করতে দেখা যেত সেই অভ্যাসে খানিক তাল কেটেছিল বালিগঞ্জের বিধায়কের। তবে আজ আবার স্বমহিমায় ফিরে এলেন তিনি। বহুদিন পরে রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রে বাবুল সুপ্রিয়র ফেসবুক পোস্ট।
বাবুল লিখেছেন, আজ অনেকদিন পর একটিভ হলাম পক্ষে-বিপক্ষে কিছু কমেন্ট পড়ব বলে। ফেসবুক এমন একটি জায়গা যেখানে সবাই তার মনের ভাব প্রকাশ করবে। বাবুলের কথায় এখানে অনেকেই ঘৃণা, বিরোধ করবে। তাতে তার কোন আপত্তি নেই। কিন্তু সেই বিরক্তি প্রকাশের ভাষা যদি খুব খারাপ হয় তাহলে তার টিম তাকে ব্লক করবে। এতে তিনি অন্যায় কিছু দেখেন না।

এর পাশাপাশি তিনি ফেসবুক পোস্টে আক্রমণ করতে ছাড়েন নি বিজেপিকে। তাঁর বক্তব্য চার বছর তার সাথে অন্যায় করেছে বিজেপি দল। তার মতো অনেক বড় নেতাকে তারা কেবিনেটে জায়গা দেয়নি বিজেপি। বাঙালি জাতিকে অপমান করেছে বিজেপি। আর সেই অপমান না সইতে পেরেই শেষমেশ তিনি দলত্যাগ করেছেন বলে জানিয়েছেন। তবে বিজেপিতে থাকাকালীনও নিজের দায়িত্বের প্রতি অবিচল ছিলেন বলে তাঁর দাবি। সেই প্রসঙ্গে তিনি লিখেছেন, “বিজেপি তে থাকাকালীন বিরোধীরা বালতি বালতি গোমূত্র খাওয়াতো আর দাঙ্গাবাজ বলেই গালাগালি করতো – আসানসোলে প্রচুর কাজ করে দ্বিতীয়বার তিনগুন বেশি ভোট জেতার পরও যারা বলার তারা কটু কথা বলেছেন, কি করেছেন আপনি আসানসোলের জন্য? জিজ্ঞেস করেছেন। এখন তাঁরাই আমার পক্ষে – বিপক্ষ বদলে গেছে। কি এসে যায় বলুন তো? কুছ তো লোক ক্যাহেঙ্গে গানটা বেশ ভালো গাই আমি।”

