
মহানগরবার্তা ওয়েবডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের আগে নানা বিষয়কে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এক দিকে যেমন গত লোকসভা নির্বাচনের সাফল্যকে হাতিয়ার করে মসনদ দখলের লড়াইয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, অন্যদিকে তেমনই ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। এমতাবস্থায় শাসকদলকে কোণঠাসা করতে ফের হুঁশিয়ারি দিলেন বাবুল সুপ্রিয়।
এদিন তমলুকে বিজেপির সভা থেকে বাবুল সুপ্রিয় এবং মুকুল রায় কড়া ভাষায় আক্রমণ করেন শাসক দলকে। নানা ইস্যুকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কার্যত তুলোধোনা করেন বিজেপি নেতৃত্ব। আর তারপরে সোশ্যাল মিডিয়াতেও সেই সমালোচনার ধারাই বজায় রাখেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ বাবুল সুপ্রিয়।
বাবুল সুপ্রিয়র অফিসিয়াল ফেসবুক পেজে এদিন বিজেপি আসানসোল অফিশিয়ালের তরফ থেকে একটি পোস্ট করা হয়। গতকালের সভার বিভিন্ন মুহূর্তের ছবি সেই পোষ্টটিতে শেয়ার করা হয়। সেই সঙ্গে পোস্টের ক্যাপশনেও তৃণমূল কংগ্রেস কে নিশানা করে রীতিমতো ছন্দ মিলিয়ে লেখা হয় কবিতা। বাবুল সুপ্রিয় লেখেন, ” মুখে যাদের ভাঁওতাবাজি/ রাজনীতিতে খুন খারাপি/ তৃণমূল কংগ্রেস তাদের নাম/কয়লা চুরি তাদের কাম।”
https://www.facebook.com/195086033867546/posts/3739425156100265/?app=fbl
শুধু তাই নয়, গরু পাচার, কাটমানি প্রভৃতি নানা প্রসঙ্গ টেনে এনে শাসক দলকে আক্রমণ করা হয়েছে বাবুল সুপ্রিয়ের ওই ফেসবুক পোস্টে। “পায়ে যাদের হাওয়াই চটি, রাজপ্রাসাদ তারাই গড়ে”, লিখেছেন বাবুল সুপ্রিয়।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকালের তমলুকের সভায় বাবুল সুপ্রিয়ের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়ও। একসময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে ছিলেন বলে আফসোসও করেছেন তিনি। তাঁর কথায়, “তৃণমূলে থাকাকালীন সিঙ্গুর আন্দোলন ভুল ছিল। অন্যায় করেছিলাম।”