আল্লাহর নামে কটূক্তি করায় বিক্ষোভ! আটক করা হলো যুবতীকে

মহানগরবার্তা ওয়েবডেস্ক: ফ্রান্সে ইসলামীয় সন্ত্রাস নিয়ে বিশ্ব জুড়ে উত্তাল পরিস্থিতির মাঝেই সোশ্যাল মিডিয়ায় আল্লাহর প্রতি কটূক্তি করার অভিযোগে গ্রেফতার হল বাংলাদেশের এক ছাত্রী। বছর চোদ্দোর ওই ছাত্রী আল্লাহর বিরুদ্ধে নানা অশ্লীল ও কুরুচিপূর্ণ কটূক্তি করেছে বলে জানা গেছে বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে। তারই জেরে রবিবার পুলিশ তাকে গ্রেফতার করেছে।
সূত্রের খবরে জানা গেছে, ধৃত ওই নাবালিকার নাম পুতুল।সে বগুড়ার শেরপুরে মাদ্রাসার ছাত্রী। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ পুতুল রানী নামের ফেসবুক আইডি থেকে আল্লাহর নামে কটূক্তি করে ওই বালিকা। কিছুক্ষণের মধ্যেই তার মন্তব্যের বিরুদ্ধে নানা প্রতিবাদমূলক বার্তা উড়ে আসতে থাকে। ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেন নেটিজেনরা। শুধু তাই নয়, পুতুলের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হন অনেকেই। বিশেষত ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা বালিকার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলেন। এমনকি ওই বালিকার বাড়ির এলাকায় জড়ো হয়ে শত শত মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন।
তুমুল বিক্ষোভের জেরে ঘটনাস্থলে পৌঁছায় শেরপুর থানার পুলিশ। তাঁরা গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু জানা গেছে, ওই বালিকা তখন বাড়িতে ছিল না। তাঁর বাবা অবশ্য জানিয়েছেন, “পুতুল ঢাকায় আছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তার শাস্তি চাই।” এরপরই ঢাকার সংশ্লিষ্ট এলাকার থানায় আটক করা হয় ওই বালিকাকে।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সে পর পর দুবার সন্ত্রাসবাদী হামলার জেরে উত্তপ্ত হয়েছে ফ্রান্স তথা বিশ্বের নানা মহল। প্রথমে প্যারিসে ইসলামীয় ধর্মগুরুর কার্টুন নির্মাণের জন্য এক শিক্ষকের মাথা কেটে খুন করে এক দুষ্কৃতী। এর কিছুদিনের মধ্যেই ফের নিস শহরের এক গীর্জায় ছুরি নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী, ঘটনায় তিন জনের মৃত্যও হয়।হামলা গুলির পিছনে দায়ী করা হয় ইসলামীয় সন্ত্রাসবাদকেই। বলা বাহুল্য, ফ্রান্সের এই হামলার প্রতিবাদে গর্জে উঠেছে বিশ্বের নানা মহলের মানুষ। ধর্মের নামে প্রাণ কেড়ে নেওয়ার তীব্র সমালোচনা করা হয়েছে চারিদিকে। কোনো কোনো দেশ আবার ফ্রান্সে ইসলামীয় আগ্রাসনের সপক্ষেও যুক্তি দেখিয়েছেন। বিশ্ব জুড়ে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে বাংলাদেশের ওই বালিকার বক্তব্যকে স্বভাবতই ভালো চোখে দেখেন নি জনগণ।