আইপিএলকে ঘিরে বেটিং চক্র, হুগলির কোন্নগরে পুলিশের জালে ৮ জন

হুগলি: আইপিএলকে কেন্দ্র করে বেটিং চক্র কোন নতুন ঘটনা নয়। প্রতি বছরই এই জনপ্রিয় খেলাকে ঘিরে চলতে থাকে দেদার বেটিং চক্র। তেমনই গতকাল রাতে উত্তরপাড়া থানার পুলিশ কোন্নগর ধর্মডাঙ্গা এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে আট জনকে গ্রেফতার করেছে। সেখান থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ২৫ হাজার টাকা, নোটবুক এবং ১২ টি মোবাইল ফোন।
পুলিশ সূত্রে খবর স্থানীয় বাসিন্দারা গত কয়েক দিন ধরেই পুলিশের কাছে এই সংক্রান্ত অভিযোগ করছিল। তাই গতকাল রাতেই বাহিনী নিয়ে হানা দিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের পুলিশ নিজ হেপাজতে রাখলেও আজ তাঁদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলার কথা। পুলিশ তাঁদের সাথে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা করছে।
অতীতেও এমন ধরনের একাধিক ঘটনা ঘটেছে দেশ জুড়ে। আর পুলিশের জালে ধরা পরে তাঁদের ঘটনার কথা বার বার উঠেছে সংবাদের শিরনামে। তাই এই জনপ্রিয় খেলার শুরুর লগ্ন থেকেই তৎপরতার সাথে কাজ করছে পুলিশ বাহিনী। তারই ফল সরূপ ধর্মডাঙ্গা এলাকায় বেটিং চক্র বানচাল ও অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।