
মহানগর বার্তা ওয়েবডেস্কঃ শঙ্খ বাজালে ছুঁতে পারবে না করোনা। অবৈজ্ঞানিক নিদান দেওয়া বিজেপি সংসদ এবার নিজেই করোনা আক্রান্ত হলেন। নিজের টোটকার কাছে কার্যত নিজেই পরাজিত বিজেপি সংসদ সুখবীর সিং জৌনপুরিয়া। কিছুদিন আগে কাদায় গড়াগড়ি খেয়ে নিজের শঙ্খ বাজানো ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন তিনি। জানিয়েছিলেন নিজের টোটকাও। এবার সেই টোটকাতে জব্দ হলেন নিজেই।
প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশনের আগে সমস্ত সাংসদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। তাঁর মধ্যে বেশ কিছু সাংসদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। সেই তালিকাতেই আছেন রাজস্থানের বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনপুরিয়া।
এর আগেও বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল দাবি করেছিলেন, ভাবিজি পাঁপড় খেলে করোনামুক্তি ঘটবে। কিন্তু পরবর্তীকালে করোনা আক্রান্ত হন তিনি নিজেই।