রাস্তায় বসে চপ ভাজলেন বিজেপি নেতা, ঢালা হল মদও , অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

মহানগরবার্তা ওয়েবডেস্ক: একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক পরিস্থিতিতে ততই বাড়ছে উত্তাপের আঁচ। একদিকে যেমন রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া শাসক শিবির, অন্যদিকে তেমনই ক্ষমতা দখলের লড়াইয়ে কোমর বেঁধে নেমেছে বিজেপিও। সেই প্রেক্ষিতেই এবার তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিজেপির এক অভিজাত প্রতিবাদের সাক্ষী থাকল পশ্চিম বর্ধমান।
জানা গেছে, জেলায় একাধিক স্থানীয় সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে রবিবার রাস্তার মাঝে মদ ঢেলে অভিনব বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। শুধু তাই নয়, রাস্তায় বসে চপও ভাজেন আসানসোলের বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুই। মূলত এলাকায় মদের দোকানের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে শিল্পাঞ্চলের অবনতি, বেকার সমস্যা ইত্যাদির বিরুদ্ধেই আয়োজিত হয়েছিল বিজেপির এদিনের প্রতিবাদ কর্মসূচি।
এ বিষয়ে লক্ষ্মণ ঘড়ুইয়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে। বহু বেকার যুবক ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। আর তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বেকার যুবকদের চপ ভেজে বিক্রি করার পরামর্শ দিচ্ছেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।’’ এছাড়াও এলাকায় মদের দোকানের সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে লক্ষ্মণ ঘড়ুইয়ের বক্তব্য, “প্রত্যেকটি গলিতে যেভাবে মদ বিক্রি শুরু হয়েছে, তাতে হাতে নেশার দ্রব্য পেয়ে বেকার যুবকরা মদ খেয়ে বাড়িতে যাচ্ছে। অশান্তি হচ্ছে বাড়িতে। এই সমস্ত বিষয়কে সামনে রেখে ২০২১-এর নির্বাচনে বিজেপি লড়াই করবে।’’
বস্তুত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দল বিজেপির দীর্ঘদিনের অভিযোগ বেকার সমস্যা। রাজ্যের শিল্প কারখানা গুলির বিশেষ উন্নতি না ঘটার কারণেই মানুষ কাজের আশায় ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন, এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের। শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন রাজ্য জুড়ে প্রবল অস্বস্তিতে শাসক শিবির, তখনই সেই পুরোনো অভিযোগকে সামনে এনে অভিনব প্রতিবাদের কর্মসূচি গ্রহণ করেছে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের বিজেপি নেতৃত্ব। অবশ্য বিজেপির অভিযোগের পাল্টা দিতে ছাড়ে নি তৃণমূলও। স্থানীয় এক নেতার কথায়, “যে সব লাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা এই জেলায় ছিল, সেগুলি আগে খোলার ব্যবস্থা করুক কেন্দ্র। তাহলেই বেকারত্বের সমস্যার সমাধান হয়ে যাবে।”