
মহানগর বার্তা ওয়েবডেস্কঃ ভুয়ো ভ্যাকসিন কান্ডের প্রতিবাদে আজ কলকাতা পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়েছিল রাজ্য বিজেপির তরফে। সেই মিছিল ঘিরেই এবার ধুন্ধুমার কলকাতা। কোভিড বিধি মেনে মিছিল করার পরিকল্পনা করলেও সেই মিছিলের অনুমতি নাকচ করে দেয় কলকাতা পুলিশ। প্রশাসনের নির্দেশ অমান্য করে মিছিল করলে সেন্ট্রাল এভিনিউর সামনে ব্যারিকেড করে মিছিল আটকানোর প্রস্তুতি নেয় প্রশাসন। বিজেপি কর্মী সর্মথকরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা চালালে ধস্তাধস্তি বাঁধে পুলিশের সাথে। ঘটনাস্থলে গ্রেফতার করা হয় বিজেপির একধিক কর্মী সমর্থকদের। তাদের মধ্যে অধিকাংশই মহিলা বলে দাবি বিজেপির।
বিস্তারিত আসছে…