কৃষক বিরোধীরা ‘অশিক্ষিত’! বিতর্কিত মন্তব্য করে নেটিজেনদের রোষের মুখে Swiggy

মহানগরবার্তা ওয়েবডেস্ক: কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন ঘিরে দেশ জুড়ে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। নিজেদের দাবি আদায়ে অনমনীয় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন দেশের নানা স্তরের মানুষ। সেই কৃষক আন্দোলনকে সমর্থন করে এবার বিপাকে জড়ালো সুইগি (swiggy)।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কৃষক আন্দোলনের সমর্থনে একটি মন্তব্য করেছে জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগি। তার জেরেই শুরু হয়েছে বিতর্ক। এমনকি সুইগির বিতর্কিত মন্তব্যের জেরে তা বয়কটের ডাকও দিয়েছে সোশ্যাল মিডিয়ার একাংশ।
ঠিক কী ছিল সেই মন্তব্যে? বস্তুত এদিন দুপুরে ট্যুইটারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে কৃষক আন্দোলন নিয়ে একটি পোস্ট করা হয়। সেখানে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখা হয়, “কৃষকদের আন্দোলন নিয়ে এক ‘ভক্ত’ বন্ধুর সঙ্গে তর্ক লেগেছিল। সে বলল, ‘আমরা খাবারের জন্য কৃষকদের উপর নির্ভরশীল নই, কারণ আমরা চাইলেই সুইগি থেকে খাবার অর্ডার করতে পারি।”
Had an argument with my Bhakt friend over farmers protest.
He said that we are not dependent on farmers for food. We can always order food from Swiggy.
He won.
— Nimo Tai 2.0 (@Cryptic_Miind) November 30, 2020
sorry, we can't refund education 🤷🏻♀️
— Swiggy (@Swiggy) November 30, 2020
এই ব্যঙ্গাত্মক ট্যুইটের পরিপ্রেক্ষিতে সেখানেই কমেন্ট করে সুইগি। সুইগির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখা হয় মাত্র একটি লাইন, “দুঃখিত, আমরা শিক্ষার রিফান্ড দিতে পারি না।” সুইগির এই এক লাইনের ব্যঙ্গেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। কেন্দ্র সরকারের সমর্থকরা এই মন্তব্য মোটেই ভালো চোখে দেখেনি। তারাই রাতারাতি ট্যুইটার জুড়ে “বয়কট সুইগি” রব তোলেন। অভিযোগ, এই ট্যুইটের মাধ্যমে কৃষক আন্দোলন যাঁরা সমর্থন করছেন না, তাঁদের অশিক্ষিত বলে কটাক্ষ করেছে সুইগি।
তবে ট্যুইটার জনতাদের কেউ কেউ সুইগির মন্তব্যকে সমর্থন করেছেন, কেউ কেউ আবার জোমাটো সুইগির মতো ফুড ডেলিভারি সংস্থাগুলিকে বিতর্ক থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
Sorry. You don't seem to have any education that you can return. Just like I won't be having swiggy app anymore to make an order. #boycottswiggy #deleteswiggy
— Gaurav Mishra (@gmishra88) December 1, 2020
Uninstalled Swiggy and requested 10 more people to do the same. Each one of them will request ten people known to them.#StopFundingHate #boycottswiggy
— Avishek (@avysheik) December 1, 2020
Zomato and swiggy gives so many employment to Delivery guys , local restaurants .
I don’t understand, why they have to put their legs in controversies !
These companies must be very careful while tweeting . One idiot tweet impacts so many tips to the delivery guys .
— Sumit (@sumitsaurabh) November 30, 2020
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই লাভ জিহাদ নিয়ে বিতর্কে জড়িয়েছিল সুইগির বিপরীত সংস্থা জোমাটোও। তাকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় উঠেছিল বয়কটের ডাক।সেই রেশ বজায় রেখেই এবার বিতর্কে জড়ালো সুইগি।