“গণতান্ত্রের ‘গ’ বোঝে না মোদী সরকার”, কৃষকদের সপক্ষে কেন্দ্রকে তীব্র আক্রমণ বৃন্দা কারাটের

মহানগরবার্তা ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য কৃষক নিজেদের দাবি আদায়ের জন্য পারি দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। অন্নদাতা কৃষকদের সঙ্গে সুর মিলিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। সেই প্রতিবাদের সুরেই সুর মিলিয়ে এবার কেন্দ্র সরকারকে তুলোধুনো করলেন বৃন্দা কারাট।
দীর্ঘদিন ধরে কৃষকদের দাবি না মানার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট বলেন নরেন্দ্র মোদীর সরকার গণতন্ত্রের ‘গ’ বোঝে না। শুধু তাই নয়, দেশের কৃষকরা কৃষি আইন চান না বলে মন্তব্য করে তিনি বলেন, “তাহলে কার জন্য কেন্দ্র সরকার আইন আনছেন?”
মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে বৃন্দা কারাট বলে বলেন, “গণতন্ত্র শুরু হয় ‘গ’ দিয়ে আর নরেন্দ্র মোদী সরকার গণতন্ত্রের সেই ‘গ’ টুকুও বোঝে না। কাদের জন্য কৃষি আইনের এই সংস্কার যখন চাষীরা বলছেন তাঁরা এটা চান না?”
তিনি আরো বলেন, কৃষির উপর বড়ো বড়ো বহুজাতিক কোম্পানির ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করার জন্যই এই আইন আনা হয়েছে। “মোদী সরকার বড়ো বড়ো কর্পোরেশনের জন্য সংস্কার চায়। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে ফসলের যে ন্যূনতম মূল্য চাষীরা পান, তা বাতিল করতে চায় এই সরকার। এটা সংস্কার নয়, এটা ধ্বংস”, বলেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত কালই আন্দোলনরত কৃষকদের ডাকে সারা ভারত জুড়ে পালিত হয়েছিল ধর্মঘট। দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলনে এখন উত্তপ্ত দিল্লি। দফায় দফায় সরকারের সঙ্গে বৈঠক করলেও মেলে নি সমাধান সূত্র। নিজেদের দাবি আদায়ে অনড় কৃষকরা। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন সমস্ত বিরোধী দলই। সিপিআইএম নেত্রী বৃন্দা কারাটের মন্তব্য সেই বিক্ষোভকেই আরো জোরদার করল।