পালঘর সাধু হত্যায় এবার CBI তদন্তের দাবি সুশান্তের বোন শ্বেতার সমর্থকদের

মহানগর বার্তা ওয়েবডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সুবিচারের দাবি জানিয়ে ইতিমধ্যেই সরব সুশান্তের ফ্যানমহল থেকে পরিবার। এবার পালঘর মামলায় দুই সাধু হত্যা ঘটনা নিয়ে সরব হলেন সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তির সমর্থকেরা। এদিন ট্যুইট করে জানান, পালঘর সাধু হত্যা মামলাতে এবার সিবিআই তদন্ত হোক।
There should be definitely a CBI enquiry, I do agree and support . Retweet if you support. #CBIForPalghar
— Sweta Singh Kirti (@KirtiSweta) September 4, 2020
প্রসঙ্গত, গত এপ্রিল মাসের ১৬ তারিখে রাত্রি বেলায় সিলভাসা যাওয়ার পথে স্থানীয়দের হাতে মার খেয়ে মৃত্যু হয় দুই সাধু ও তাদের গাড়ির চালকের। যার জেরে গ্ৰেফতার করা হয় ১০১ জনকে। মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখ জানান, এই ঘটনায় সাম্প্রদায়িক রং দেওয়া উচিত নয়। যারা মারা গিয়েছেন ও যারা আক্রমণ করেছেন, তারা একই ধর্মালম্বী। ঘটনার জেরে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে।
এই ঘটনার পর সিআইডি ও বিশেষ আইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্ত হয়। এবং জানানো হয়, যে ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কেউ সংখ্যালঘু নয়। এছাড়া অনিল দেশমুখ জানান, কোনো সাম্প্রদায়িক বিষয় তো নয়ই বরং শিশু পাচারকারী সম্বন্ধে গুজবের জেরেই তিনজনকে পিটিয়ে মারে জনতা।