‘দেড় মাস হয়ে গেল, আত্মহত্যা না খুন বলুন’, সুশান্তের তদন্ত নিয়ে সুর চড়ালেন অনিল দেশমুখ

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ এবার সিবিআইয়ের উচিত সুশান্ত আত্মহত্যা করেছেন, না খুন হয়েছেন তা আমাদের জানানো, বলে মন্তব্য করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। অনিল দেশমুখের মন্তব্য থেকে পরিষ্কার তিনি সিবিআইয়ের ব্যর্থতার দিকে ইঙ্গিত করছেন। দেড় মাসের ওপর হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যের তদন্তভার মুম্বাই পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে গিয়েছে তবুও এখনো রহস্যের কোনো কিনারা হলো না।
১৪ জুন মুম্বাইয়ের ফ্ল্যাটে সুশান্ত মারা যাওয়ার পর মুম্বাই পুলিশ তদন্ত করে জানিয়েছিল সুশান্ত আত্মহত্যা করেছেন। কিন্তু মুম্বাই পুলিশের এই সিদ্ধান্তে এবং তদন্ত প্রক্রিয়ায় সন্তুষ্ট হতে পারেনি সুশান্ত সিং রাজপুতের পরিবার। সুশান্তের বাবা কে কে রাজপুত সুশান্তের মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তী ও তার পরিবারকে দায়ী করেন। রিয়া চক্রবর্তীর পরিবারের বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার অভিযোগ আনেন। পরবর্তীতে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সুপ্রিম কোর্ট এই মৃত্যু রহস্যের তদন্তভার সিবিআইয়ের হাতে অর্পণ করে। কয়েকদিন আগেই সিবিআই’র মুখপাত্র আর কে গৌড় জানান সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্য তদন্তে নেমে সিবিআই কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না।
এদিকে সুশান্তের মৃত্যু রহস্য তদন্ত করতে গিয়ে আর্থিক তছরুপ ও ড্রাগ সংক্রান্ত বিষয় সামনে উঠে আসে। এর ফলে ইডি ও নারকটিক্স ব্যুরো এই মৃত্যুরহস্য তদন্তে জড়িয়ে পড়েছে। পরবর্তীতে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই নানান টালবাহানার ফলে সাধারণ মানুষের মনে সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ মানুষের মনের এই ভাবনাকে কাজে লাগিয়েই আজ তীব্র শ্লেষে বিদ্ধ করেছেন সিবিআইকে। তার কথায় দেশের মানুষ দ্রুত কিনারা চান এই মৃত্যুরহস্যের।