সুলতান’ সিনেমার পাঁচ বছর পূর্তি, সালমান ভক্তদের উচ্ছ্বাসে ভাসলো সোশ্যাল মিডিয়া

মহানগর বার্তা ওয়েবডেস্ক: সলমন খান ভক্তদের অন্যতম পছন্দের ছবি সুলতান। পাঁচ বছর উপলক্ষে সুলতান এখন ট্যুইটারে ট্রেন্ডিং। সাংহাই ইন্ট্যারনাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাকশন ফিল্মের অ্যাওয়ার্ড পায় সলমনের বহু প্রতিক্ষিত ছবি সুলতান। যা ভারতের পাশাপাশি চিনেও সুনাম অর্জন করে।
‘@BeingSalmanKhan absolutely aced the acting in the entire movie that the world couldn’t stop talking about it…
5YRS OF MAJESTIC SULTAN pic.twitter.com/ymFK0jqFp7
— Shweta SK (@Shweta7770) July 6, 2021
এই সুলতান ছবিটি হল ভারতের ‘হরিয়ানার গর্ব’ কুস্তিগির সুলতান আলী খানকে নিয়ে। আর সেই কুস্তিগির সুলতানের ছবিতে অভিনয় করেছিলেন সলমন খান।ছবিতে অভিনয়ের পাশাপাশি ‘জাগ ঘুমিয়া’ শিরোনামের একটি গানে কণ্ঠও দিয়েছেন সলমান। ছবির সেই গানটি রেকর্ডিংয়ের সময় আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়েন সলমন।
Salmaniacs We've smashed 200k+ tweets on our tag "5YRS OF MAJESTIC SULTAN" now let's go for TRIPLE CENTURY.
300k tweets is the minimum target for this Trend.Maintain the speed at least for next 3 hours to achieve the target. Don't slow down at any cost.
5YRS OF MAJESTIC SULTAN pic.twitter.com/OKAVnAB3gz
— ✨MASS✨ #TIGER3 (@Freak4Salman) July 7, 2021
সলমানের এই ছবির পাঁচ বছর উদযাপন বহু মানুষ একত্রিত হয়েছে ট্যুইটারে।
Nakli cheejan ne
— Jagdeep Sidhu (@Jagdeep44411531) July 7, 2021
#5YEARSOFMAJESTICSULTAN ছড়িয়ে পড়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুড়ে। যা স্পষ্টতই প্রমাণ করে সুলতানের পর ভক্ত হৃদয়ে সলমন খান এক পাকাপাকি জায়গা করে নিয়েছে।
Sultan is an Emotion and not just a Bollywood film … Agar koi Sultan ko hara sakta hai !!! Toh woh hai Sultan Khud!…congratulations Team For 5 yrs of Sultan @BeingSalmanKhan
— Bharati Mahapatra (@mahaabharati) July 6, 2021