
মহানগর বার্তা ওয়েবডেস্কঃ কৃষি বিলের বিরোধিতায় ক্রমেই দেশ উত্তাল হয়ে উঠছে। রবিবার সংসদের ভেতর বিরোধীদের বিক্ষোভের পর দেশের পাঞ্জাব–হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে কৃষকরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। এখানেই অবশ্য থেমে নেই, অশান্তির আঁচ গিয়ে পড়েছে সুপ্রিম কোর্টেও। কৃষি বিল নিয়ে এবার কেরল সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে।
বুধবার কেরলের মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাজ্য সরকারের তরফে কৃষি বিল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে। দু’এক দিনের মধ্যেই দেশের শীর্ষ আদালতে এই পিটিশন দাখিল করতে চলেছে কেরলের বাম সরকার। যদিও বুধবার সন্ধ্যা পর্যন্ত কেরল সরকারের পক্ষ থেকে সরকারিভাবে কিছুই এ বিষয়ে জানানো হয়নি।
তবে অনেক মন্ত্রী এই বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রের খবর কেরল সরকার জানিয়েছে, কেন্দ্র সংবিধানের কোনও নিয়মই মানে না, শুধুমাত্র গায়ের জোরে সব বিল পাশ করানো হচ্ছে। বিরোধীদের সঙ্গে আলোচনাটুকুও করার সাহস নেই তাদের। কেরল সরকারের এক মন্ত্রী তথা সিপিএমের কেরল রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সংবাদমাধ্যমে বলেন, ‘কৃষক বিলের বিরুদ্ধে দুটো লড়াই সমান্তরাল ভাবে লড়তে হবে। একটা হচ্ছে, রাজনৈতিক। অর্থাৎ এর কী সাংঘাতিক অভিঘাত হতে চলেছে তা নিয়ে জনমত গঠন করা এবং দুই সংবিধান বাঁচানোর লড়াই।’
সম্প্রতি কেরলের মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজ থেকে কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। তিনি জানিয়েছেন যে কেন্দ্রকে বাধ্য করা হবে এই বিল প্রত্যাহারের জন্য। যদিও এ রাজ্যে বামেদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক মোটেও মধুর নয়। বিভিন্ন ইস্যুতেই রাজ্যের বাম সরকারের বিরোধিতা করে এসেছে কংগ্রেস। তবে শোনা যাচ্ছে সরকারের কৃষি বিল নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্যের বিরোধী দল তথা কংগ্রেস।