‘করোনা মোকাবিলায় পাকিস্তানের প্রশংসা, পিছিয়ে ভারত’, দাবি রাহুল গান্ধীর

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ দেশে চলতি বছরের জিডিপি পতনকে কেন্দ্র করে এবার প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন রাহুল গান্ধী। একটি ট্যুইট করে এ বছরের জিডিপির হাল তুলে ধরেছেন। দেখিয়েছেন জিডিপিতে এ বছর পাকিস্তান এবং বাংলাদেশের চেয়েও পিছিয়ে। তাই নিয়েই দেশের সরকারের প্রতি ব্যঙ্গাত্মক রসিকতায় নিজের পোস্ট ভরে দিয়েছেন রাহুল গান্ধী।
শুক্রবার সকালেই ভারতের বর্তমান জিডিপি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন কংগ্রেস নেতা নিজের ট্যুইটার হ্যান্ডেলে চলতি বছরের বিভিন্ন দেশের জিডিপির একটি গ্রাফ শেয়ার করেছেন তিনি। সেই গ্রাফে ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশ, নেপাল, মায়ানমার, চীন, ভূটান, পাকিস্তান,শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশগুলিরও জিডিপির বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে।
গ্রাফে দেখা যাচ্ছে, সমস্ত প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতের জিডিপির অবস্থা শোচনীয়। জিডিপিতে ভারতের অবস্থান সবার শেষে। এদের মধ্যে বাংলাদেশ, নেপাল, মায়ানমার, চীন ও ভূটানের জিডিপি উর্দ্ধগামী। কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ভারতের জিডিপি নিম্নগামী। ভারতের জিডিপির হার -১০.৩০%, যা সবচেয়ে কম। পাকিস্তান এবং আফগানিস্তানের জিডিপির হার যথাক্রমে -০.৪০% এবং -৫%।
এই দুই দেশের জিডিপি উল্লেখ করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভারত সরকারকে ব্যঙ্গাত্মক অভিবাদন জানিয়েছেন। তিনি লিখেছেন, “বিজেপি সরকারের আরো একটি অসাধারণ সাফল্য! পাকিস্তান এবং আফগানিস্তানও ভারতের চেয়ে ভালো ভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।”
Another solid achievement by the BJP government.
Even Pakistan and Afghanistan handled Covid better than India. pic.twitter.com/C2kILrvWUG
— Rahul Gandhi (@RahulGandhi) October 16, 2020
বস্তুত, বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ থাবা বসিয়েছে নানা দেশের অর্থনীতিতেই। স্বাভাবিক জিডিপির হার অনেকটাই নীচে নেমেছে বিভিন্ন দেশে। কিন্তু ভারতের জিডিপির হারের পতন এবছর যেন সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। এক ধাক্কায় নেমে গেছে অনেকটাই। লকডাউনের ফলে দেশ জুড়ে তৈরি হওয়া বেকারত্ব নিঃসন্দেহে এর অন্যতম কারণ। বলা বাহুল্য, কেন্দ্রে ক্ষমতাসীন সরকারকে এই নিয়ে তুলোধুনো করেছে সব বিরোধী দলগুলিই। এদিন তারই আরেক দৃষ্টান্ত হল রাহুল গান্ধীর ট্যুইট।