
মহানগর বার্তা ওয়েবডেস্কঃ করোনা নির্মূলে ভরসা এখন ভ্যাকসিন। আর সেই ভ্যাকসিনের দিকেই যেন চাতক দৃষ্টিতে চেয়ে রয়েছে গোটা বিশ্ব। অষ্টপ্রহর আকাঙ্ক্ষায় রয়েছেন ভারতবাসিও। তবে কবে আসবে ভ্যাকসিন? এলেও কি প্রথম ধাপেই কার্যকর হবে সেগুলো? এর উত্তরে আগেই WHO তরফে জানানো হয়েছিল, ভ্যাকসিন এলেও তাতেও হুট করেই বিদায় নেবেনা করোনা। সেই কথা আরও একবার স্পষ্ট করে দিলেন হু কর্তা ট্রেডস অ্যাডহানম ঘেব্রেইসাস।
গতকাল জেনেভায় এক ভিডিও কনফারেন্সে তিনি দাবি করেন যে, গোটা বিশ্বে যত করোনা ভ্যাকসিন তৈরি হচ্ছে। তার একটাও ঠিকঠাক কাজ করবে বলে নিশ্চিত করা যাচ্ছে না। অনেক ভ্যাকসিন কিছু অর্থে কার্যকর হয়, আবার অনেকগুলো একেবারেই ব্যর্থ। তাই যতক্ষন না মানবদেহে প্রয়োগে কার্যকর ভূমিকা নিচ্ছে সেগুলো ততক্ষণ নিশ্চিত ভাবে কিছুই বলা সম্ভব নয় বলেই তিনি জানান।
তবে ইতিমধ্যে সারা বিশ্ব জুড়ে যে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে তাতে যে খানিক হলেও সাফল্য এসেছে তা নিয়ে ইতিবাচক সুরেই কথা বলতে দেখা যায় ট্রেডসকে। তিনি বলেন গোটা বিশ্বে প্রায় ২০০ রকমের ভ্যাকসিন ক্যান্ডিডেট তৈরি করা হয়েছে। তার মধ্যে কয়েকটির হিউম্যান ট্রায়াল চলছে। বাকিগুলো রয়েছে প্রি-ক্লিনিক্যাল স্টেজে। টেড্রস বলছেন, যত বেশি রকমের ভ্যাকসিন ক্যানডিডেট টেস্ট করা হবে ততই বেশি কার্যকরী ও নিরাপদ ভ্যাকসিন তৈরির রাস্তা খুলে যাবে।