‘টুম্পা সোনা’ গানে নাচ! ৫ পড়ুয়াকে দু’বছরের জন্য সাসপেন্ড করলো বিশ্ববিদ্যালয়

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ রাজনীতির ময়দান হোক কিংবা উৎসবের প্রহর, টুম্পায় মজেছে তরুণ-তরুণীরা। এবার জনপ্রিয় এই চটুল সঙ্গীত ‘টুম্পা সোনাই’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়ার গলার কাঁটা হয়ে দাঁড়ালো। অভিযোগ ছিল সরস্বতী পুজোর দিন টুম্পা সোনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্ত্বরে কোমর দুলিয়েছিলেন কিছু ছাত্র ছাত্রী। একে কোভিড পরিস্থিতিতে এমন অনুষ্ঠানের কোনো অনুমতি ছিলোনা। সঙ্গে অভিযোগ ছিল অনুষ্ঠানে বাজানো এই ধরণের কিছু গানে ক্ষুণ্ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও ঐতিহ্য।
তাই গোটা ঘটনার তদন্তের পর এবার কড়া পদক্ষেপ নিলো বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এই অনুষ্ঠানের সাথে জড়িত এবং আয়োজক ৫ জন পড়ুয়াকে দু’বছরের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে ঢোকা থেকে নিষিদ্ধ করা হলো।
কতৃপক্ষের দাবি, করোনা আবহে যখন বিশ্ব বিদ্যালয়ে পঠন-পাঠন বন্ধ এবং পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা বিশ্ববিদ্যালয়ে আসতে পারছে না, সেই সময় সরস্বতী পুজোর ছুতোতে এমন অনুষ্ঠান বরদাস্ত নয়। তাই এই ঘটনা চোখে পড়তেই, ঘটনার তদন্তের জন্য উচ্চপর্যায়ের তদন্ত কমিটি তৈরি করা হয়। সেই কমিটি তদন্ত করে তাঁদের রিপোর্ট জমা দেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের হাতে। তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, ওই পাঁচ পড়ুয়া দু’বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাসেই ঢুকতে পারবেন না। এতে কার্যত এটা পরিস্কার যে সরস্বতী পুজোর দিন ক্যাম্পাসে যা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে আর না হয়, সেই কারণেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।
অন্যদিকে, ইউটিউব ওয়েবসিরিজ ‘রেস্ট ইন প্রেম’-এর এই গান(টুম্পা সোনা) প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। জনপ্রিয় এই ভাসানগীতি শুধুমাত্র মানুষের সাধারণ বিনোদনের অঙ্গ নয়। বামেদের ব্রিগেডের প্রচারেও টুম্পার প্যারোডি এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও প্রশ্নের মুখে টুম্পাকে ঘিরে এই ভাইরাল ফিভার। টুম্পাকে ঘিরে এত উন্মাদনা রুচিশীল নাকি সংস্কৃতির পক্ষে ক্ষতিকারক তা নিয়ে কার্যত বর্তমানে দ্বিধাবিভক্ত সাধারণ মানুষ।