
মহানগরবার্তা ওয়েবডেস্ক: একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক বাদানুবাদে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার পরিস্থিতি। একদিকে যেমন লোকসভা নির্বাচনের সাফল্যকে হাতিয়ার করে মসনদ দখলের লড়াইয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, অন্যদিকে তেমনই ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। এমতাবস্থায় বিরোধীদের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আরো একবার মুখ্যমন্ত্রীর প্রশংসায় মাতলেন দেবাংশু ভট্টাচার্য।
রাজ্যে তৃণমূলের প্রধান প্রশংসক তিনি, জায়গায় জায়গায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটাতে দেবাংশু ভট্টাচার্যের জুড়ি নেই। গতকাল বীরভূমে মুখ্যমন্ত্রীর পদযাত্রার সঙ্গেও নিজের কবিতা জুড়ে তৃণমূল সমর্থকদের প্রশংসা কুড়োলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা দুর্গার তুলনা করে আগেই কবিতা লিখেছিলেন দেবাংশু। মল্লিকা সেনগুপ্তের কবিতা ‘কন্যাশ্লোক’-কেও নিজের মতো করে পুনর্নির্মাণ করেছিলেন তিনি। এদিন বোলপুরে মুখ্যমন্ত্রীর রোড শোয়ের ভিডিওর সঙ্গে সেই ছবিই জুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এদিন ভিডিওটি শেয়ার করে দেবাংশু লেখেন, “আমার নেত্রী ভিড়ে মিশে যায়, জনস্রোতেই ভাসে।” ৩ মিনিটের ওই ভিডিওতে নিজের গলাতেই কবিতা বলে গেছেন তিনি। “আমার দুর্গা সবুজ সাথী বাংলার গ্রাম পাড়ায়, আমার দুর্গা যেখানে বিপদ সেখানেই হাত বাড়ায়”, এমনই নানা পংক্তি জুড়ে দেবাংশু ভট্টাচার্যের কবিতায় ছিল মুখ্যমন্ত্রীর প্রশস্তি।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি রাজ্য জুড়ে ভোট পূর্ববর্তী প্রচার তুঙ্গে। শাসক দলের হয়ে একাধিক জায়গায় সভা করে গলা ফাটাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। আর সব জায়গা থেকেই বিরোধী দল গুলিকে বিশেষত গেরুয়া শিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করছেন তিনি। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দানকে কেন্দ্র করে যে অস্বস্তির কালো মেঘ দেখা দিয়েছিল শাসক দলের আকাশে তা যে অনেকটাই কেটে গেছে তৃণমূল নেতৃত্বের বক্তব্য থেকে মিলছে তারই ইঙ্গিত।