
মহানগরবার্তা ওয়েবডেস্ক: একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক বাদানুবাদে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার পরিস্থিতি। একদিকে যেমন লোকসভা নির্বাচনের সাফল্যকে হাতিয়ার করে মসনদ দখলের লড়াইয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, অন্যদিকে তেমনই ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। এমতাবস্থায় রাজ্যে পা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরকে ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক জল্পনা। গতকাল রাতে তাঁর কলকাতা আসার বিমান হঠাৎই বিকল হয়ে পড়ে। তা নিয়েই এদিন সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। অমিত শাহকে তিনি তুলনা করলেন ডাকাত এবং অসুরের সঙ্গে।
এদিন অমিত শাহের বিমান বিকল হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দেবাংশু ভট্টাচার্য তাঁর ফেসবুক পেজ থেকে এই ঘটনাকে কটাক্ষ করেন। তিনি লেখেন, “দিল্লিতে অমিত শাহের কলকাতা আসার বিমান হঠাৎ বিকল। আসতে মাঝ রাত হতে পারে।” এরপরই তিনি বলেন, “মা দুর্গা অসুরের ইঞ্জিনে ত্রিশূল মেরেছেন। (বি:দ্র: ডাকাত কখন আসে?)”
https://m.facebook.com/story.php?story_fbid=3644077282376320&id=100003222515035&sfnsn=wiwspwa
বস্তুত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর সমর্থকেরা মাঝে মধ্যেই তুলনা করে থাকেন মা দুর্গার সঙ্গে। তাঁরা বলেন একাই তিনি বাংলা জুড়ে দশ হাতে কাজ করেন। এদিন দেবাংশু ভট্টাচার্যের পোস্টে সেই ইঙ্গিতই ছিল স্পষ্ট। এছাড়াও মাঝ রাতে ডাকাত আসা নিয়েও এদিন দেবাংশু ভট্টাচার্যের কটাক্ষ বুঝে নিতে অসুবিধা হয় না।
এদিন দেরি হলেও বিমান বিকল হয়ে যাওয়ার বিভ্রাট কাটিয়ে কলকাতা বিমানবন্দরে সুষ্ঠুভাবে পৌঁছেছেন অমিত শাহ। আজ তাঁর সভাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বেড়িয়ে প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী আজই নাকি অমিত শাহের সভায় যোগ দিতে চলেছেন বিজেপিতে, শোনা যাচ্ছে তেমনটাই।