
মহানগর বার্তা ওয়েবডেস্ক: সারদাকর্তা সুদীপ্ত রায় এর চিঠির পর ফের উত্তাল রাজ্য রাজনীতি। সারদা মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত রায় বেশ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী কে এক চিঠি তে লিখে জানিয়েছিলেন যে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার কাছ থেকে টাকা নিয়েছিলেন। আর তারপরই শুরু হল রাজনৈতিক চাপানউতর।
তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এই প্রসঙ্গে ট্যুইট করে জানিয়েছেন, “শুভেন্দুকে স্পর্শ করার সাহস দেখাচ্ছে না সিবিআই’, টুইটে তোপ দেবাংশুর। গতকাল, বিরোধী দলনেতার গ্রেফতারের দাবি তে পথে নেমেছে শাসক দল। সল্টলেকে সিজিও কমপ্লেক্সের বাইরে অবস্থান-বিক্ষোভ করে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। একই দাবিতে, কাঁথি ও হলদিয়াতেও মিছিল করে তৃণমূল।

যদিও এই ব্যাপারে কড়া সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। যদিও গত মাস থেকে এসএসসি দুর্নীতি মামলায় যেভাবে পার্থ, পরেশদের গ্রেফতারির দাবি উঠেছিল,এবার বুম্যেরাং হয়ে ফিরল তা অধিকারী তালুকে। শুভেন্দুর গ্রেফতারির ইস্যুতে টুইটে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

