
মহানগর বার্তা ওয়েবডেস্ক: ড্রাগচ্যাট গ্ৰুপের অ্যাডমিন ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে পদ্মাবতী খ্যাত এই অভিনেত্রী এও জানান যে তিনি কখনও মাদক সেবন করেননি। সূত্র মারফত খবর অনুযায়ী দীপিকার ট্যালেন্ট ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে নায়িকার যে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছিল সেখানে ‘ডি’ নামের ব্যক্তি যে দীপিকাই তা কার্যত এদিন স্বীকার করে নিলেন রণবীর ঘরনী।
এদিন অভিনেত্রী দীপিকার পাশাপাশি এনসিবি’র অন্য একটি দফতরে জেরা চলছে শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানেরও। দীপিকার মত সারা ও শ্রদ্ধারও এক সুর, তারা কখনও মাদক গ্ৰহণ করেননি। তবে তাঁরা জানান, সুশান্তের লোনাভলার ফার্ম হাউজে যেখানে ড্রাগস পার্টি হয় সেখানে তাঁরা উপস্থিত ছিলেন । কিন্তু তাঁরা মাদক সেবন করেননি । এছাড়া এদিন জেরায় উঠে এসেছে সুশান্ত আর সারার পুরনো ফার্ম হাউজের ভিডিও।
প্রসঙ্গত, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা সেখানেই ড্রাগস নিয়েই কথাবার্তা চলত। এবং সেই গ্রুপে করিশ্মা ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার জয়া সাহাও ছিলেন। ওই গ্রুপের পাওয়া তথ্য অনুযায়ী মাদক সংক্রান্ত সমস্ত কথাই চলত ওই গ্ৰুপে।