
মহানগরবার্তা ওয়েবডেস্ক: ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে নানাবিধ প্রতিশ্রুতির আশ্বাস দিয়ে চলেছেন সব দলের নেতা কর্মীরাই। এদিন দিলীপ ঘোষের তরফ থেকে এল আরো এক প্রতিশ্রুতি।ক্ষমতায় এলে সমস্ত রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মামলা তিনি প্রত্যাহার করে নেবেন, এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন করোনা ভাইরাস থেকে আরোগ্যের পর প্রথম চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। আর তাই এই চা চক্র অভিনব করে তুলতে উদ্যোগী হন দলের নেতা কর্মীরা। ব্যান্ড পার্টি বাজিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে চা চক্রে নিয়ে যান তাঁরা। শুধু তাই নয়, ঘোড়ার গাড়িরও আয়োজন করা হয়েছিল। জর্দা বাগান থেকে সুসজ্জিত একটি মিছিল করে জ্যাংড়াতে চা চক্রে যান দিলীপ ঘোষ। মাথায় পাগড়ি পড়ে রীতিমতো খোশ মেজাজে ছিলেন বিজেপি নেতা।
চা চক্রে গিয়ে তিনি ঘোষণা করলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সব দলের সমস্ত নেতা কর্মীদের রাজনৈতিক মামলা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। তাঁর মতে, “নিজের দলের কর্মীদের নিজেরাই হত্যা করে সিপিএম যেমন ভাবাবেগের রাজনীতি করত, ঠিক তেমনি তৃণমূল নিজের দলে কর্মীদের নামেও মামলা করে রেখেছে, যাতে ভয়ে কেউ দল ছাড়তে না।”
এছাড়া, নির্বাচনের আগে রাজ্য জুড়ে নেতা কর্মীদের উপর হয়ে চলা হামলা প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, “বাগনানে আমাদের যে কর্মীকে গুলি করা হয়েছিল সে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে গতকাল মারা যায়। সে রকম সিতাই ও মেদিনীপুরে ও উত্তর ২৪ পরগনার একজন মারা গিয়েছে। পুজোর মধ্যেও এই খুন-খারাপি চলেছে। আমার মনে হয় এ গুলো ইচ্ছা করে করছে। না হলে প্রশাসনের ওপর কোনও নিয়ন্ত্রণ নেই সরকারের। আজ যাঁরা সমাজ বিরোধী তাঁরা দাপিয়ে বেড়াচ্ছে। সাধারণ মানুষকে খুন করেছে।”
রাজনৈতিক মামলা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির আরো দাবি, রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে যে সমস্ত মামলা এখনও চলছে তার অধিকাংশই মিথ্যা। এসব প্রতিহিংসা পরায়ণ মানসিকতার নিদর্শন। তিনি বলেন, “যাঁরা এখানে রাজনীতি করছেন তাঁরা ভয়ের মধ্যে আছে।” সেই কারণেই এদিন তিনি ক্ষমতায় এলে সমস্ত মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন।