
মহানগর বার্তা ওয়েবডেস্ক: ৭ই জুলাই মন্ত্রীপরিষদে মন্ত্রকের দায়িত্ব নেন জন বার্লা। সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ঘোষিত হন জন বার্লা।ঘোষণার পরেও উত্তরবঙ্গ পৃথক রাজ্যর দাবি থেকে সরে দাঁড়াননি বার্লা। এছাড়া আলাদা রাজ্যের পক্ষে আগেই দাবি কেন্দ্রের বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। এবার তাদের বিরুদ্ধে নালিশ করতে চলেছেন বলে জানালেন দিলীপ ঘোষ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, উত্তরবঙ্গের কেন্দ্রীয় মন্ত্রীরা কেউ বাংলা ভাগের দাবি তুললে রাজ্য বিজেপির বিরুদ্ধে দিল্লিতে নালিশ জানাবেন তিনি। দল ও সরকারের কাছে সরাসরি অভিযোগ করবেন বলেও জানান তিনি। সরাসরি কারুর নাম না করে গত ৮ই জুন দিলীপ বাবু বলেন, ‘‘বিজেপি পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে। এটাই দলের অবস্থান। যদি কেন্দ্রে মন্ত্রী হয়েও জন বার্লা বা কেউ এমন কিছু বলেন, তবে আমাদের দলের উপর তলায় তা জানাতে হবে।’’ তিনি এও বলেন, ‘‘উত্তরবঙ্গের দাবিদাওয়া নিয়ে বার্লা সরব হতেই পারেন। সেটাই বিজেপির সাংসদ, বিধায়কদের পক্ষে স্বাভাবিক।”
প্রসঙ্গত, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীমন্ত্রী নিশীথের পদক্ষেপ সম্পর্কে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে যে উত্তাল করছিল বিজেপি এবার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিশীথের পরবর্তী কার্যক্রমের প্রথম ধাপে সেই বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে।