সোনু সুদের ছবি আঁকল ১৮ বছরের তরুণ ভক্ত, ‘পাশে আছি’ বললেন মুগ্ধ অভিনেতা

মহানগর বার্তা ওয়েবডেস্ক: করোনা কালে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে গোটা দেশের আশীর্বাদ পেয়েছেন সোনু সুদ। বলিউড অভিনেতার চেয়েও একজন প্রকৃত মানবদরদী হিসেবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। পরোপকারের নজিরে ইতিমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়ে গিয়েছেন তিনি। কিন্তু তাঁর পরহিতব্রতে বিরাম আসে নি। বরং দিন দিন তাঁর সাহায্যের হাত যেন বড়ো হয়ে চলেছে আরও।
https://twitter.com/SonuSood/status/1339073259124514816?s=20
নিঃস্বার্থ ভাবে মানবসেবার যে ব্রত গ্রহণ করেছেন সোনু সুদ, এদিন আরো একবার তারই নিদর্শন দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। ১৮ বছর বয়সী এক তরুণ সোনু সুদের ছবি এঁকে তাঁর প্রতি নিজের শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেই সঙ্গে ওই তরুণ এও জানিয়েছিল যে ভবিষ্যতে ছবি আঁকাকেই পেশা হিসাবে বেছে নিয়ে নিজের পরিবারের পাশে দাঁড়াতে চায় সে। এর জন্য সোনু সুদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিল ওই তরুণ। এদিন তাঁর সেই ট্যুইটারে জবাব দিয়ে সোনু সুদ জানান তিনি তার পাশে আছেন।
জি ভরদ্বাজ নামের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে তরুণ সোনু সুদের একটি স্কেচ শেয়ার করে লিখেছিল, “লকডাউনে ভারতের আশা হয়ে উঠেছেন সোনু সুদ। এই মহান অভিনেতার প্রতি আমার শ্রদ্ধা রইল। আশা করি এই ছবি আপনার কাছে পৌঁছোবে।” সে আরো জানিয়েছিল, “আমার বয়স ১৮ বছর। আমি একজন বেতনভুক শিল্পী হতে চাই। আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই। আমি এর জন্য আপনার সাহায্য চাই।” তরুণের এই ট্যুইটের জবাবে এদিন সোনু সুদ লিখেছেন, “আমি তোমার পাশে আছি।”
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ভারত জুড়ে যখন লকডাউন শুরু হয়েছিল, তখন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেছিলেন সোনু সুদ। সেই থেকে যে মানবসেবার সূচনা তিনি করেছেন আজও তাতে ছেদ পড়েনি। কিছুদিন আগে পাঞ্জাবের রাজ্য আইকন হিসেবেও ঘোষণা করা হয়েছিল তাঁকে।
কিছুদিন আগে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল সোনু সুদের অর্থের উৎসের কথা। মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের সাহায্য করার জন্য নিজের সম্পত্তি বন্ধক রেখেছেন তিনি, জানা গেছে তেমনটাই। আজকের দিনে এমন মহান উদ্দেশ্য নিঃসন্দেহে প্রসংশা যোগ্য।