বছর শুরুতে দুঃসংবাদ, দিল্লির ঠান্ডায় ফের মৃত্যু হল আন্দোলনরত কৃষকের

মহানগরবার্তা ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য কৃষক নিজেদের দাবি আদায়ের জন্য পারি দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। অন্নদাতা কৃষকদের সঙ্গে সুর মিলিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। কিন্তু নতুন বছরের শুরুতেই ফের দুঃসংবাদ এল কৃষকদের কাছ থেকে।
বছরের প্রথম দিনেই দিল্লি সীমান্তের বিক্ষোভ স্থলে মারা গেলেন এক আন্দোলনরত কৃষক, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েই ওই কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় ফের শোকের ছায়া নেমেছে দিল্লি সীমান্তে।
জানা গেছে, মৃত ওই কৃষকের নাম গালতান সিং। তিনি উত্তরপ্রদেশের ভগবানপুর নাগাল গ্রামের বাসিন্দা। এ প্রসঙ্গে ভারতীয় কিষাণ ইউনিয়নের জনৈক কর্মী সৌরভ জানিয়েছেন, “গালতান সিং সম্পূর্ণ সুস্থ ছিলেন, কিন্তু হঠাৎ তিনি বুকে ব্যথা আর অস্বস্তির কথা বলেন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।” গালতান সিংয়ের মৃত দেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গালতান সিংয়ের মৃত্যু নতুন করে আন্দোলনরত কৃষকদের ক্ষোভে ঘি ঢেলেছে। ভারতীয় কিষান ইউনিয়নের উত্তরপ্রদেশের নেতা শচীন চৌধুরী গাজিপুর সীমান্ত থেকে বলেছেন, “গালতান সিংয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেব না আমরা।” আগেও দিল্লির ঠান্ডায় বহু আন্দোলনরত কৃষকের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। নিজেদের দাবি আদায় করতে তাঁরা বদ্ধপরিকর।
গত ২৬ নভেম্বর থেকে দিল্লি সীমান্তে আন্দোলন করছেন কৃষকরা। গত বছরের সেপ্টেম্বরে কৃষি সংক্রান্ত কেন্দ্র সরকারের তিনটি বিল পাশ হয় পার্লামেন্টে। সরকারের তরফ থেকে এই আইনের মাধ্যমে কৃষকদের উন্নয়নের দাবি করা হলেও বিরোধী দল গুলি প্রথম থেকেই ছিল এই আইনের বিপক্ষে। তাঁদের দাবি এই আইন আদতে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ ব্যক্তিদেরই সাহায্য করবে, কৃষকদের নয়। এই আইনের বিরুদ্ধেই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন রাজ্যের কৃষকরা।