
মহানগরবার্তা ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য কৃষক নিজেদের দাবি আদায়ের জন্য পারি দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। অন্নদাতা কৃষকদের সঙ্গে সুর মিলিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। কিন্তু প্রথম থেকেই কেন্দ্র সরকারের পাশে থেকে কৃষকদের অন্দোলনের বিরোধিতা করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেই কারণে এবার কৃষকদের রোষের মুখে পড়লেন তিনিও।
সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা রানাওয়াতের লাগাতার কৃষক আন্দোলন বিরোধী প্রচারের জন্য তাঁর উপর বেজায় চটেছিলেন কৃষকরা। এবার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটালেন তাঁরা। কঙ্গনা রানাওয়াত অভিনীত সমস্ত সিনেমা বয়কটের ডাক দিলেন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা।
কিছুদিন আগে কৃষক আন্দোলনে অংশ নেওয়া এক বৃদ্ধাকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। শাহিনবাগের আন্দোলনে অংশ নেওয়া সেই বিলকিস দাদি ১০০ টাকার বিনিময়ে কৃষক আন্দোলনে অংশ নিয়েছেন, এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী। বলা বাহুল্য কঙ্গনা রানাওয়াতের এহেন মন্তব্য ভালো চোখে দেখেননি কেউই। বিশেষ করে আন্দোলনরত কৃষকদের এমন বক্তব্য একেবারেই পছন্দ হয় নি। কঙ্গনা রানাওয়াত বিরোধী নানা স্লোগান কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল দিল্লি হরিয়ানা সীমান্তে।
তবে শুধু স্লোগান নয়, এবার কৃষক আন্দোলন বিরোধী মন্তব্যের জন্য রীতিমতো বেকায়দায় পড়তে চলেছেন কঙ্গনা রানাওয়াত। জানা গেছে পাঞ্জাবের সিনেমা হল গুলির মালিকেরা কঙ্গনা রানাওয়াতের সিনেমা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের অভিযোগ অভিনেত্রীর অধিকাংশ ট্যুইট কৃষক বিরোধী।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে কৃষি সংক্রান্ত কেন্দ্র সরকারের তিনটি বিল পাশ হয় পার্লামেন্টে। সরকারের তরফ থেকে এই আইনের মাধ্যমে কৃষকদের উন্নয়নের দাবি করা হলেও বিরোধী দল গুলি প্রথম থেকেই ছিল এই আইনের বিপক্ষে। তাঁদের দাবি এই আইন আদতে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ ব্যক্তিদেরই সাহায্য করবে, কৃষকদের নয়। এই আইনের বিরুদ্ধেই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন রাজ্যের কৃষকরা।প্রথম থেকেই এ বিষয়ে সরকারের পক্ষে কথা বলেছেন কঙ্গনা রানাওয়াত।