
মহানগরবার্তা ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য কৃষক নিজেদের দাবি আদায়ের জন্য পারি দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। অন্নদাতা কৃষকদের সঙ্গে সুর মিলিয়ে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই।
কৃষক আন্দোলনকে সমর্থন করে যাঁরা কৃষকদের আশীর্বাদ লাভ করেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন নেহা ভারতী। দিল্লির এই তরুণী কৃষক আন্দোলনের শুরু থেকেই আছেন কৃষকদের পাশে। দিন রাত পরিশ্রম করে আন্দোলনরত কৃষকদের জন্য খাবার বানিয়ে দিচ্ছেন তিনি। শীতের শুরুতে দিল্লির ক্রমশ নিম্নগামী পারদ নিজের কর্তব্য থেকে বিরত করতে পারে নি তাঁকে।
এদিন নেহা ভারতীর সেবায় মুগ্ধ হয়ে এক কৃষক সাংবাদিকের ক্যামেরার সামনে তাঁর ভূয়সী প্রশংসা করেন। ক্যামেরার সামনে তাঁকে ডেকে নিয়ে অনেক অনেক আশীর্বাদ করেন তরুণীকে। ১মিনিট ৩৭ সেকেন্ডের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মুহূর্তেই। কৃষকদের প্রতি নেহা ভারতীর নিঃস্বার্থ নিবেদনকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওটি এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেন নেহা ভারতী। তাতে দেখা যায় সাংবাদিকের সঙ্গে কথা বলতে বলতে সেখানে উপস্থিত এক তরুণীকে ডেকে নিচ্ছেন এক কৃষক। তরুণী তখন কৃষকদের জন্য রুটি বানাতে ব্যস্ত। তাঁকে ডেকে ওই কৃষক বলেন, “এটা হল নেহা। ও আমাদের এত সেবা করছে যে তার কোনো তুলনা হয় না। দেশের সমস্ত মেয়ে যেন ওর মতো হয়।”
किसान आंदोलन-:मेरी ज़िंदगी का बहुत खूबसूरत लम्हा,सरदार जी ने मेरे लिए जो कहा है वो जीवन भर मैं नही भूल सकती।#kisanandolan #किसान_जीतेगा_मोदी_हारेगा pic.twitter.com/MktbNcKPgC
— Neha Bharti (@IAmNehaBharti) December 1, 2020
কৃষকের আশীর্বাদে উচ্ছ্বসিত নেহা ট্যুইটারে লেখেন, “আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি কখনো ভুলতে পারব না সর্দার জি আমায় যা যা বললেন।”
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে কৃষি সংক্রান্ত কেন্দ্র সরকারের তিনটি বিল পাশ হয় পার্লামেন্টে। সরকারের তরফ থেকে এই আইনের মাধ্যমে কৃষকদের উন্নয়নের দাবি করা হলেও বিরোধী দল গুলি প্রথম থেকেই ছিল এই আইনের বিপক্ষে। তাঁদের দাবি এই আইন আদতে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ ব্যক্তিদেরই সাহায্য করবে, কৃষকদের নয়। এই আইনের বিরুদ্ধেই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন রাজ্যের কৃষকরা।