গাড়ির ধাক্কায় কাটা পড়েছিল দুটো পা’ই, পোষা কুকুরের জন্য হুইলচেয়ার বানালেন মনিব
মহানগরবার্তা ওয়েবডেস্ক: মানুষের পা অকেজো হয়ে গেলে তার জন্য আছে চিকিৎসা, আছে বিকল্প উপায়। চিকিৎসা বিজ্ঞানের সুবাদে অকেজো পা নিয়েও দিব্যি চলাফেরা করে মানুষ। কিন্তু কুকুর? রাস্তায় ঘাটে অকেজো পায়ের কুকুর চোখে পড়ে হামেশাই। তাদের কথা ভাবে কজন?
এবার অবলা কুকুরদের জন্যেই অভিনব হুইলচেয়ার বানিয়ে ফেললেন তামিলনাড়ুর এক তরুণী। কিছুদিন আগেই একটি কুকুরকে দত্তক নিয়েছিলেন তিনি যার পা ছিল অকেজো। নিজের পোষা সেই কুকুরের জন্যেই অভিনব হুইলচেয়ার বানিয়েছেন তিনি। তাঁর তৈরি এই চেয়ার যে দেশের হাজার হাজার কুকুরের কাজে লাগবে তা বলাই বাহুল্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম এনএনআই-এর সূত্র অনুযায়ী তরুণীর নাম গয়ার্থী। তিনি পেশায় একজন আইটি কর্মচারী। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের একটি আশ্রয়স্থল থেকে তিনি বীরা নামের কুকুরটিকে দত্তক নিয়েছিলেন। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, “ছোটো থেকেই আমি কুকুর ভালোবাসি। কিন্তু পড়াশোনার জন্য আমার কখনো কুকুর পোষার সুযোগ হয় নি। কোভিডের জন্য আমি এখন বাড়ি থেকে কাজ করছি, তাই এখন আমার সময় আছে। আমি এখানকার একটা সংস্থার কাছ থেকে এই কুকুরটা নিই। ওর দুটো পা’ই দুর্ঘটনায় নষ্ট হয়ে গেছে।আমার বাবাই ওর জন্য একটা হুইলচেয়ার বানানোর কথা ভাবেন।”
হুইলচেয়ারটি কুকুরটির গলার নীচের অংশে যুক্ত, যা তাকে তার সামনের পা দিয়েই চলাফেরা করতে সাহায্য করে। এছাড়া আছে তার বসার ব্যবস্থাও। “অনেকে কুকুর থাকলেও আমরা একেই বেছে নিই। কারণ ওকে কেউ নিচ্ছিল না। ওর শারীরিক অক্ষমতার জন্য ও এভাবে বঞ্চিত হচ্ছিল। তাই আমরা ওকেই ঘরে নিয়ে আসি”, বলেন গয়ার্থীর বাবা।
গয়ার্থী এবং তাঁর বাবার চেষ্টায় এখন থেকে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবে ৪ বছরের বীরাও।