নিজের উপর ট্রায়াল চালাতে চান করোনা টিকার, প্রকাশ্যে জানালেন হরিয়ানায় স্বাস্থ্য মন্ত্রী

মহানগরবার্তা ওয়েবডেস্ক: একবছর আগে নভেম্বর মাসের ঠিক এমন সময়েই শুরু হয়েছিল ধ্বংস। চিনের উহান প্রদেশে প্রথম মিলেছিল করোনা ভাইরাসের সন্ধান। তার পর থেকে এক বছরে গোটা বিশ্বের প্রায় সাড়ে পাঁচ কোটির বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই মারণ ভাইরাসের প্রকোপে। টিকা আবিষ্কারের দৌড়ে নেমেছে একাধিক দেশ, চলছে ট্রায়াল। কিন্তু কোনো টিকার উপরেই চোখ বুজে ভরসা করার মতো স্বস্তি মেলেনি এখনও।
পৃথিবীর বিভিন্ন দেশের মতো ভারতেও চলছে করোনা ভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল পরীক্ষা। ভারত বায়োটেক সংস্থা নির্মিত ভারতীয় ভ্যাকসিনের নাম কোভ্যাকসিন। এবার সেই কোভ্যাকসিনের ট্রায়ালে প্রথম ভলান্টিয়ার হিসেবে নিজের নাম নথিভুক্ত করলেন হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রী অনিল ভিজ। জানা গেছে, হরিয়ানায় কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালের জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হরিয়ানায় স্বাস্থ্য মন্ত্রী অনিল ভিজ নিজেই ট্রায়ালে নাম লেখানোর কথা জানিয়েছেন। চলতি মাসের ২০ তারিখ থেকে হরিয়ানায় ওই ট্রায়াল শুরু হবে বলে জানা গেছে। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এদিন অনিল ভিজ লেখেন, “ভারতে বায়োটেক নির্মিত করোনা ভাইরাসের টিকা বা কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল হরিয়ানায় শুরু হবে ২০ নভেম্বর। এই টিকার প্রথম ভলান্টিয়ার হিসেবে আমি নিজের নাম অফার করেছি।”
বস্তুত, ভারত বায়োটেক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিরোলজি বা এনআইভি-এর সঙ্গে যৌথভাবে করোনা ভাইরাসের মোকাবিলায় কোভ্যাকসিন তৈরি করেছে। শীঘ্রই দেশে এই ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হতে চলেছে। জানা গেছে সারা দেশের প্রায় ২৬ হাজার ভলান্টিয়ার এই তৃতীয় দফার ট্রায়ালে অংশ গ্রহণ করবে। এটাই এখনও পর্যন্ত ভারতে হওয়া করোনা ভাইরাস ভ্যাকসিন ট্রায়ালের মধ্যে বৃহত্তম। এর আগে প্রথম এবং দ্বিতীয় দফার ট্রায়ালে প্রায় ১ হাজার জনের উপর কোভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল।