“দেহ ফেরত দিন পয়সা চাইনা” হাথরাস কান্ডে নির্যাতিতার পরিবারের আর্তি সংবাদমাধ্যমে

মহানগর বার্তা ওয়েবডেস্ক: দীর্ঘ লড়াইয়ের পর হাথরাসে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করার অনুমতি পেল এবিপি নিউজ। ২৭ ঘন্টা কঠিন লড়াইয়ের পর তাদের ঢোকার অনুমতি দেওয়া হল। সেখানেই পরিবারের আর্তি স্পষ্ট ধরা দিল, অসহায় মায়ের কান্না শুনল সারা দেশ। পরিবারের একটাই হতাশা এখন শেষবারের জন্য দেখতে দেওয়া হলনা মেয়েকে, তাদের কথায় ” মেয়ের দেহ ফেরত দিন টাকাপয়সা চাইনা”।
গত কয়েকদিন দেশজুড়ে উত্তাল হাথরাসে নির্যাতিতার সুবিচারের দাবিতে। পুলিশ রাজের জ্বলন্ত নিদর্শন দেখেছে নির্যাতিতার পরিবার সহ পরিজন। পুরো পরিবারকে কারুর সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। তাদের প্রশাসনের তরফে ক্রমাগত হুমকি দেওয়া হয়েছে। হাসিমুখ মেয়ের মুখটুকু দেখতে পাননি, এখনও ভয়ে আছি এদিন এবিপি নিউজে স্পষ্ট জানালেন নির্যাতিতার মা।
দীর্ঘ ২৭ ঘন্টা লড়াইয়ের পর প্রবেশের অনুমতি পেলে পরিবার জানায়, “মা আমায় বাড়ি নিয়ে চল; আমি ঠিক হয়ে যাবো”। পরিবারের এমনও অভিযোগ যে যদি প্রথমেই চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া হত তাদের তাদের মেয়ে সুস্থ হয়ে যেত, দৃঢ় বিশ্বাস এদিন দেখা যায় নির্যাতিতার অসহায় মায়ের কথায়।