“এভাবে আর কত কন্ঠরোধ করবেন?” অর্ণবের গ্রেফতারিতে প্রতিবাদ কঙ্গনার

মহানগরবার্তা ওয়েবডেস্ক: রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামীর গ্রেফতারির ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইট করলেন কঙ্গনা রানাওয়াত। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন বলিউড কুইন। ভারতবর্ষে কোনো স্বাধীন প্রতিবাদী কন্ঠস্বরকে কিভাবে প্রশাসনিক তৎপরতায় দমিয়ে রাখার চেষ্টা করা হয় সোশ্যাল মিডিয়ায় সে কথাই জানিয়েছেন তিনি।
বুধবার সকালে অর্ণব গোস্বামীর গ্রেফতারির পরিপ্রেক্ষিতে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও বার্তা শেয়ার করেন কঙ্গনা রানাওয়াত। ভিডিওটিতে অভিনেত্রীকে তাঁর গাড়ির মধ্যে বসে থাকতে দেখা যায়। মহারাষ্ট্রের শিবসেনা সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। তিনি বলেন, “আজ আমি মহারাষ্ট্র সরকারকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা অর্ণব গোস্বামীর বাড়িতে গিয়ে তাঁর গায়ে হাত তুলে, তাঁর চুল ধরে টেনে তাঁকে অপমান করলেন। আর কত বাড়ি আপনারা এভাবে ভাঙবেন? আর কত গলা এভাবে টিপবেন? কত মানুষের চুল আপনারা টানবেন আর কত কণ্ঠস্বরকে চাপা দিয়ে রাখবেন?”
Message for Maharashtra government @republic #Arnab #ArnabWeAreWithYou #ArnabGoswami pic.twitter.com/AJizRCitS7
— Kangana Ranaut (@KanganaTeam) November 4, 2020
এখানেই শেষ নয়, এরপর কঙ্গনা রানাওয়াত মহারাষ্ট্রের শিবসেনা সরকারকে ‘সোনিয়া সেনা’ বলে সম্বোধন করে বলেন, “আর কত গুলো মুখ আপনারা চাপা দেবেন? এই কন্ঠস্বর গুলো বাড়তেই থাকবে।” এরপর অতীতে শত শত শহীদের প্রতিবাদী কন্ঠস্বর এভাবেই চাপা দিয়ে দেওয়া হয়েছিল সে কথাও জানান তিনি। “এর আগেও অনেক অনেক শহীদের গলা কেটে নেওয়া হয়েছিল, তাঁদের ফাঁসিকাঠে ঝোলানো হয়েছিল, স্বাধীন ভাবে মত প্রকাশের অপরাধে। আরো অনেক এমন প্রতিবাদী কন্ঠস্বর জন্মাবে”, বলেন কঙ্গনা রানাওয়াত।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বেআইনি নির্মাণের অভিযোগে কঙ্গনার অফিস ভেঙে দেওয়া হয়েছিল।বুধবার সকালে নিজের বাড়ি থেকে রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে মুম্বাইয়ের আলিবাগ থানার পুলিশ। দুবছর আগে এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ৩০৬,৩৪ সহ নানা ধারায় মামলা রুজু করা হয়েছে বলে সূত্রের খবরে জানা গেছে। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।