ছেলের সাথে দেখা করতে চান, পিঙ্কির বিরুদ্ধে আদালতে অভিযোগ কাঞ্চনের

মহানগর বার্তা ওয়েবডেস্ক: অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিকের সাথে স্ত্রী পিঙ্কির বিবাদ ইতিমধ্যেই সামনে এসেছে। এবার কলকাতা হাইকোর্টে পিঙ্কির বিরুদ্ধে কাঞ্চন মল্লিকের তরফে আদালত অবমাননা মামলা দায়ের করা হল। কাঞ্চন মল্লিকের অভিযোগ অনুযায়ী স্ত্রী পিঙ্কি তাদের একমাত্র পুত্রের সাথে তাঁকে দেখা করতে দিচ্ছেনা, সেকথা জানিয়েই এই মামলা দায়ের করা হয়।
আলিপুর আদালতের তরফে এরপর নির্দেশ দেওয়া হয়েছিল, মধ্য কলকাতার কোন একটি নিরপেক্ষ স্থানে পিঙ্কি ছেলেকে নিয়ে যাবেন বাবা কাঞ্চনের সঙ্গে দেখা করাতে। কিন্তু অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ সত্ত্বেও পিংকি বন্দ্যোপাধ্যায় তাঁর ছেলেকে নিয়ে যাননি কাঞ্চনের সঙ্গে দেখা করাতে। তাই পিঙ্কির বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে হাইকোর্টে।
আগামী ২৮ শে জুন এই মামলার শুনানি। এপ্রসঙ্গে পিঙ্কি জানান, আমি শুধু বলবো এই অভিযোগ সত্যি নয় বাকি কথা আমার উকিল বলবেন। পিঙ্কি আরো বলেন, কেউ অন্যকারুর সাথে সম্পর্কে যেতে পারেন কিন্তু আমাদের বিবাহিত জীবনকে বেড়া করে নয়। কাঞ্চন মল্লিকের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায় ‘ আমি আদালতে সরাসরি যাইনা আমার উকিল যান। আমি পিতার কর্তব্য পালন করতে চাই সন্তানের সাথে দেখা করতে চাই’।