
মহানগর বার্তা ওয়েবডেস্ক: বলিউড ক্যুইন কঙ্গনা রানাউত ফের কংগ্ৰেসের কর্মকান্ডের উপর ক্ষোভে ফেটে পড়লেন। অমৃতসরে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে কঙ্গনার প্রতিমূর্তি পোড়ানোর ঘটনা নিয়ে আজ টুইটারে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র নিন্দে প্রকাশ করেন তিনি।
https://twitter.com/KanganaTeam/status/1308640312793989120?s=20
ট্যুইট করে কঙ্গনা এদিন বলেন, ”মহারাষ্ট্রে প্রথম কংগ্রেস আমাকে হুমকি দিয়েছিল এবং আমার পোস্টারগুলিকে চপ্পল দিয়ে মেরেছিল, পাঞ্জাবের কংগ্রেস আমার প্রতিমূর্তি পুড়িয়েছে, কংগ্ৰেস হল একটি ভুলের আদর্শ দৃষ্টান্ত। আমি কি মন্ত্রী না মহান বিরোধী নেতা? তারা কী মনে করে আমি কে?এরাই বরং @ আইএনসি ইন্ডিয়ার চাটুকার। ”
এভাবেই কংগ্ৰেসের বিরোধীতায় এদিন ফুঁসে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। প্রসঙ্গত, সংসদে পাস হওয়া তিনটি কৃষি বিল নিয়ে কৃষকদের বিক্ষোভকে ঘিরে কঙ্গনার মন্তব্যে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।