
মহানগরবার্তা ওয়েবডেস্ক: বেআইনি নির্মাণ নিয়ে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে মহারাষ্ট্র পুলিশের তরজা জারি। কিছুদিন আগেই মুম্বাইয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ফ্ল্যাট ভেঙে দেওয়ার মতলবে হাজির হয়েছিল মুম্বাইয়ের মিউনিসিপ্যালিটি। তখনকার মতো আদালতের হস্তক্ষেপে ফ্ল্যাটের কোনো ক্ষতি না হলেও, এবার এ বিষয়ে ফের বিপাকে পড়লেন কঙ্গনা রানাওয়াত।
এদিন কঙ্গনা রানাওয়াতের মুম্বাইয়ের খার এলাকার বিতর্কিত ফ্ল্যাটের নির্মাণ অংশত বেআইনি বলে মত প্রকাশ করেছে আদালত, এমনটাই জানা গেছে বিশেষ সূত্রের খবরে। মুম্বাইয়ের একটি স্থানীয় দেওয়ানি আদালত অভিনেত্রীর আবেদনকে নাকচ করে দিয়ে এদিন জানায়, বেশ কিছু জায়গায় আইন লঙ্ঘন করে ফ্ল্যাট নির্মাণ করেছেন অভিনেত্রী। আদালতের এই রায়ে স্বভাবতই অস্বস্তিতে পড়েছেন বলিউড অভিনেত্রী।
ঠিক কী অভিযোগ উঠেছে কঙ্গনার বিরুদ্ধে? জানা গেছে, মিউনিসিপ্যালিটির কর্তৃপক্ষ যাতে তাঁর ফ্ল্যাট না ভাঙতে পারে সে বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছিলেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু মুম্বাইয়ের আদালতের বিচারপতি এদিন জানান, খার এলাকার একটি বিল্ডিংয়ে ১৬ তলায় ৩টি ফ্ল্যাট রয়েছে কঙ্গনা রানাওয়াতের নামে। কিন্তু সেই ৩ ফ্ল্যাটকেই একসঙ্গে জুড়ে দিয়েছেন অভিনেত্রী। আর তা করা হয়েছে আইন ভেঙে।
তিনটি ফ্ল্যাট জোড়ার সময় মাঝের সাঙ্ক এলাকা, ডাক্ট এলাকা কমন প্যাসেজ এবং ফ্রি ফোর স্পেস ইন্ডেক্স একসঙ্গে ভিতরে ঢুকিয়ে নিয়েছেন অভিনেত্রী, এই কাজ করার এক্তিয়ার নেই তাঁর। উক্ত এলাকা গুলি সকলের ব্যবহারের জন্যেই তৈরি বলে জানিয়েছেন আদালতের বিচারপতি। নিয়মের মারাত্মক লঙ্ঘনের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার বিস্তারিত নির্দেশিকা জানানো হবে বলে মন্তব্য করা হয়েছে আদালতের তরফে।
প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের রাজ্য সরকার বিরোধী নানা মন্তব্যের জেরে দীর্ঘদিন ধরেই মহারাষ্ট্রে ক্ষমতাসীন শিবসেনার সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছে। এমতাবস্থায় একদিন অভিনেত্রীর অফিস বেআইনি নির্মাণের অভিযোগে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। ক্ষুব্ধ অভিনেত্রী আদালতের দ্বারস্থ হন। এতে শীর্ষ আদালতের রায় গিয়েছিল অভিনেত্রীর পক্ষেই।