
মহানগরবার্তা ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য কৃষক নিজেদের দাবি আদায়ের জন্য পারি দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। অন্নদাতা কৃষকদের সঙ্গে সুর মিলিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই।
আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের প্রতি নিজের সমর্থন জানিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দিলজিৎ দোশাঞ্জের সঙ্গে বাক যুদ্ধের মাঝেই এবার তাঁকেও এক হাত নিলেন কেন্দ্র সরকারের সমর্থক কঙ্গনা রানাওয়াত। ভালো করে বুঝিয়ে দিলেন কৃষি আইন নিয়ে সরকারের অবস্থান আদেও কৃষকদের বিরোধী নয়।
এদিন কঙ্গনা রানাওয়াত দিলজিৎ দোশাঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়া দুজনকেই উল্লেখ করে একটি ট্যুইট করেন। একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, “প্রিয় দিলজিৎ দোশাঞ্জ, প্রিয়াঙ্কা চোপড়া, যদি সত্যি সত্যিই চাষীদের জন্য চিন্তিত হও, যদি সত্যি সত্যিই নিজের মাকে সম্মান করো, তাহলে কৃষি বিল আসলে কি সেটা শুনে নাও।” যে ভিডিওটি তিনি শেয়ার করেছিলেন তাতে কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষি আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে।
এখানেই শেষ নয়, প্রিয়াঙ্কা চোপড়াদের উদ্দেশ্যে কঙ্গনার আরো বক্তব্য, “নাকি নিজের মা বোন আর চাষীদের ব্যবহার করে দেশদ্রোহীদের কাছে ভালো সাজতে চাও? বাহ রে দুনিয়া বাহ!”
বস্তুত, কৃষক আন্দোলন নিয়ে যখন গোটা দেশ উত্তাল তখন প্রথম থেকেই কৃষি আইনের সমর্থনে কথা বলতে দেখা গেছে বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাওয়াতকে। পাঞ্জাবের তারকা দিলজিৎ দোশাঞ্জ ছাড়াও একাধিক বিশিষ্ট ব্যক্তির সঙ্গেই বাকযুদ্ধে জড়িয়েছেন তিনি। কেন্দ্রের মোদি সরকারের মতোই তিনিও জানিয়েছেন কৃষি আইন কৃষক বিরোধী নয়। এই নিয়েই ফের প্রিয়াঙ্কা চোপড়াকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কঙ্গনা রানাওয়াত।