
মহানগর বার্তা ওয়েবডেস্ক: বলিউড ক্যুইন কঙ্গনার বাংলো ভাঙচুরে উদ্ধত হয় বিএমসি। বিএমসি, শিবসেনার বিরোধীতায় সম্প্রচারে এগিয়ে আসে রিপাবলিক টিভি। এবার সেই রিপাবলিক টিভি ও অর্ণব গোস্বামীর বিরুদ্ধে তোপ দাগে শিবসেনা। তার উত্তরে শিবসেনাকে স্পষ্ট জবাব দিলেন কঙ্গনা।
কঙ্গনার কথায়, মহারাষ্ট্র সরকারকে ঘিরে আতঙ্ক আর তাদের অত্যাচার দিনদিন বেড়েই চলেছে। সরকারের নিন্দা করার দরুন একজন এক্স সার্ভিস ম্যানকে অত্যাচার করা হয়। আর্টিকেল নাইন্টিন(১৯) অনুযায়ী সরকারি কাজের ওপর প্রশ্ন করার কারণে একটি সংবাদমাধ্যম রিপাবলিক টিভি বন্ধের জন্য সোচ্চার হয় শিবসেনা। এছাড়া অর্ণব গোস্বামীকে প্রতি মুহুর্তে হেয় করা হয়, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তাকে সরিয়ে দেওয়ার।
#senaattacksveteran#udhavresignnow#CantBlockRepublic
Posted by Kangana Ranaut on Friday, September 11, 2020
অভিনেত্রী আরো বলেন, তিনি চান রাজনীতির উর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের অধিকারের কথা ভাবা হোক, এবং কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে এগিয়ে আসুক। এরপর তিনি ‘জয় হিন্দ’ বার্তা দিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। তবে তিনি খুবই ষ্পষ্ট করে দেন যে আগামীদিনে এই অন্যায় মেনে নেবেন না তিনি। তিনি সত্যের সাথে আছেন সর্বদা।